Sourav Ganguly: কোচ সৌরভকে প্রশংসায় ভরালেন 'সাদা বিদ্যুৎ' অ্যালান ডোনাল্ড, কী বললেন কিংবদন্তি?
Allan Donald: সৌরভ গঙ্গপাধ্যায়কে প্রশংসায় ভরালেন এক কিংবদন্তি ফাস্টবোলার। গোটা ক্রিকেট বিশ্ব যাঁকে চিনত 'হোয়াইট লাইটনিং' বা সাদা বিদ্যুৎ নামে। তিনি, অ্যালান ডোনাল্ড।

কোচ সৌরভপ্রিটোরিয়া: ভারতের কিংবদন্তি অধিনায়ক তিনি। গড়াপেটায় বিধ্বস্ত ভারতীয় ক্রিকেটকে টেনে তুলে আলোর পথে ফিরিয়েছিলেন। তাঁর ক্ষুরধার মস্তিষ্ক আর দূরদর্শিতাই তৈরি করেছিল টিম ইন্ডিয়া।
সেই সৌরভ গঙ্গপাধ্যায়কে প্রশংসায় ভরালেন এক কিংবদন্তি ফাস্টবোলার। ক্রিকেট খেলার সময় যিনি ছিলেন ভারতীয় ব্যাটারদের আতঙ্ক। গোটা ক্রিকেট বিশ্ব যাঁকে চিনত 'হোয়াইট লাইটনিং' বা সাদা বিদ্যুৎ নামে। তিনি, অ্যালান ডোনাল্ড।
সৌরভ এখন দক্ষিণ আফ্রিকার মাটিতে কোচ হিসাবে নিজের নতুন ইনিংস শুরু করেছেন। দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ সৌরভ। এবার প্রথমবারের মতো কোচ হিসাবে দেখা যাবে সৌরভকে। যা নিয়ে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অ্যালান ডোনাল্ড উচ্ছ্বসিত। মনে করেন, সৌরভের ক্রিকেটীয় মস্তিষ্ক প্রিটোরিয়া ক্যাপিটালসকে সাফল্য এনে দেবে।
ডোনাল্ড বলছেন, 'সৌরভের ক্রিকেটীয় মস্তিষ্ক অসম্ভব ক্ষুরধার। কোনও সন্দেহ নেই যে, ওর অভিজ্ঞতা প্রিটোরিয়ায় কাজে লাগবে। দল খুব শক্তিশালী হয়েছে। তাছাড়া দলটার অনেক সমর্থক রয়েছে। প্রতিটা ম্যাচে স্টেডিয়াম ভরে যাবে।' দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্টবোলার আরও বলছেন, 'প্রিটোরিয়া সুপার স্পোর্ট পার্কে অনেক লোক খেলা দেখতে আসেন। আমার মনে হয়, প্রিটোরিয়ার লোকেরা অনেক কিছু আশা করে রয়েছেন। সৌরভের উপর তার জন্য প্রত্যাশার চাপ থাকবে ঠিকই। তবে আমি ওকে চিনি। ও ঠিক একটা দারুণ পরিকল্পনা নিয়ে হাজির হবে।'
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব সামলেছেন সৌরভ। কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে তাঁকে দলের স্ট্র্যাটেজি তৈরি করতে দেখা গিয়েছিল। কোচ হিসেবে এ বার অভিষেক হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড বলেছেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেটীয় মস্তিষ্ক দুর্দান্ত। ওর অভিজ্ঞতা প্রিটোরিয়া ক্যাপিটালসে নতুনত্ব আনবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। দুর্দান্ত দল তৈরি করেছে ওরা। ওদের সমর্থনও প্রচুর রয়েছে। ওদের ম্যাচে স্টেডিয়াম পুরোপুরি ভর্তি থাকবে বলাই যায়।'
সৌরভের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছেন ডোনাল্ড। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে পুণে ওয়ারিয়র্সের অধিনায়ক হয়েছিলেন সৌরভ। সেই দলের বোলিং কোচ ছিলেন ডোনাল্ড। তাঁর কোচিংয়েই ভুবনেশ্বর কুমার, অশোক ডিন্ডার মতো তরুণ বোলাররা উঠে এসেছিলেন। সৌরভকে সামনে থেকে দেখার সেই অভিজ্ঞতা নিয়ে ডোনাল্ড বলেছেন, 'পুণে ওয়ারিয়র্সে সৌরভকে আমি কাছ থেকে দেখেছিলাম। অধিনায়ক হিসেবে চাপের মুখেও কোনওদিন মেজাজ হারাতে দেখিনি। মনে রাখতে হবে, সৌরভের কিন্তু প্রচুর অভিজ্ঞতা রয়েছে। ক্রিকেটীয় জগতে সৌরভ অনেক দিন ধরে রয়েছে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবেও কাজ করেছে সৌরভ।'




















