Anant Radhika Wedding: অম্বানিদের বিয়েতে অচেনা ধোনি, মন খুলে নাচলেন মাহি, ভাইরাল হল ভিডিও
MS Dhoni: সপরিবারে অনন্ত-রাধিকার বিয়ের সাক্ষী থাকতে মুম্বই পৌঁছে গিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি।
মুম্বই: ব্রান্দ্রা কুর্লা কমপ্লেক্সে জমকালো অনুষ্ঠান, তারকাদের ছড়াছড়ি। অনন্ত অম্বানি-রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠানে (Anant Radhika Wedding) তারকাদের ঢল। মমতা বন্দোপাধ্যায় থেকে মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni), বরিস জনসন থেকে জন সিনা, কে না উপস্থিত ছিলেন সেখানে। এই বিবাহবাসরেই এক অচেনা দৃশ্য দেখা গেল। মন খুলে নাচলেন ধোনি।
গুরুগম্ভীর, ভাবলেশহীন, আনন্দের মুহূর্তেও তিনি গা ভাসান না, দুঃখেও ভেঙে পড়েন না। মহেন্দ্র সিংহ ধোনির এমন চারিত্রিক বৈশিষ্ট্যও সকলকের জানা। তবে শুক্রবার অম্বানিদের বিয়েতে একেবারে অচেনা মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা গেল। কোনওরকম আবেগ চেপে রাখা নয়। বরং একেবারে মন খুলে নাটলেন তিনি। এএনআইয়ের শেয়ার করা এক ভিডিওতে ধোনিকে নাচতে দেখা গিয়েছে।
#WATCH | Celebrities groove at Anant Ambani-Radhika Merchant's wedding ceremony in Mumbai pic.twitter.com/SA7cb6h2dT
— ANI (@ANI) July 13, 2024
এএনআইয়ের শেয়ার করা ভিডিওতে অনন্যা পাণ্ডে, রজনীকান্ত, হার্দিক পাণ্ড্য, আলিয়া ভট্টদের জমিয়ে নাচতে দেখা যাচ্ছে। আর এইসবের মাঝেই দেখা গেল ধোনিকে। তিনিও মন খুলে গানের তালে কোমর দোলালেন। ঝাড়খণ্ডের আরেক ক্রিকেটার ঈশান কিষাণের পাশেই তাঁকে নাচতে দেখা যায়। আরেক তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্যকে অনন্যার সঙ্গে নাচতে দেখা যায়।
#WATCH | Celebrities groove at Anant Ambani-Radhika Merchant's wedding ceremony in Mumbai pic.twitter.com/SA7cb6h2dT
— ANI (@ANI) July 13, 2024
ধোনি, হার্দিক, ঈশান বাদেও সূর্যকুমার যাদব, কেএল রাহুল, মাহেলা জয়বর্ধনে, সচিন তেন্ডুলকররাও এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ধোনি এসেছিলেন সপরিবারে। মেয়ে জ়িভা এবং স্ত্রী সাক্ষীর সঙ্গে। অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানেও হাজির ছিলেন তাঁরা। রকমারি পোশাকে নজর কেড়েছেন অনুষ্ঠানে উপস্থিত সকলেই।
শুক্রবার বিয়ের অনুষ্ঠানে ধোনি গিয়েছিলেন ঝলমলে শেরওয়ানি ও পাটিয়ালা পরে। পায়ে লেদার শ্যু। তামাটে রংয়ের শেরওয়ানিতে ধোনির জমকালো পোশাক কিন্তু সকলকে তাক লাগিয়েছে। স্ত্রী সাক্ষীর পরনে পেস্তা রংয়ের গাউন। সঙ্গে রং মিলিয়ে মানানসই ওড়না। হাতে বটুয়া। ধোনি কন্যা জ়িভা পরেছে হলুদ রংয়ের শেডের সালোয়ার কামিজ়। পায়ে স্নিকার্স। ধোনি এতটাই খোশমেজাজে ছিলেন যে, সাক্ষীকে হাসতে বলেন, যাতে ছবি ভাল ওঠে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: তুঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা, অনন্ত-রাধিকার বিয়েতে একাই হাজির