Arjun Tendulkar And Saaniya Chandhok: প্রেম করে বিয়ে, নাকি বাড়ির ঠিক করে দেওয়া সম্বন্ধের পরিণতি? অর্জুন-সানিয়ার অজানা কাহিনি
Sachin Tendulkar: সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর হবু বৌদির সঙ্গে ছবিও রয়েছে ।

মুম্বই: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি তিনি । সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও তাঁর পরিবারের প্রত্যেকটা খবর নিয়েই সকলের আগ্রহ । সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) বাগদান সম্পন্ন হয়েছে মঙ্গলবার, ১২ অগাস্ট । এই বাগদানের অনুষ্ঠান বেশ ব্যক্তিগত স্তরেই রাখা হয়েছিল । অর্জুনের বাগদানের খবর বুধবার, ১৩ অগাস্ট রাতে আসে ।
সচিন তেন্ডুলকরের ছেলের বিয়ে হচ্ছে মুম্বইয়ের এক বড় ব্যবসায়ী রবি ঘাইয়ের পরিবারে । অর্জুন তেন্ডুলকরের বাগদত্তা সানিয়া চন্দোক । অনেকেই হতবাক । কারণ, বাগদানের আগে অর্জুন এবং সানিয়াকে নিয়ে কোনও খবর প্রকাশ্যে আসেনি । তবে এখন অর্জুন-সানিয়াকে নিয়ে কৌতূহলী সকলে । অনেকেই জানতে আগ্রহী যে, সচিন ও অঞ্জলি তেন্ডুলকরের ছেলের এই বিয়ে কি প্রেমের পরিণয়, নাকি অ্যারেঞ্জড?
সারা তেন্ডুলকরের বন্ধু সানিয়া চন্দোক?
অর্জুন তেন্ডুলকরের সঙ্গে বাগদানের পর সানিয়া চন্দোকের ছবি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে । সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর হবু বৌদির সঙ্গে ছবিও রয়েছে । সারা তেন্ডুলকর একটি বিবাহ অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন, যেখানে সানিয়া চন্দোককেও তাঁর সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে । এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, সারা এবং অর্জুনের বাগদত্তার মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে । এই দুজনের একসঙ্গে একটি পার্টির ছবিও সামনে এসেছে ।

প্রেম নাকি বাড়ির ঠিক করা সম্বন্ধ?
বিভিন্ন সূত্র অনুযায়ী, অর্জুন তেন্ডুলকর এবং সানিয়া চন্দোক ছোটবেলা থেকে ভাল বন্ধু । সারার সঙ্গেও সানিয়ার বন্ধুত্ব স্পষ্ট হয়ে গিয়েছে । খবর অনুযায়ী, অর্জুন তেন্ডুলকর এবং সানিয়া চন্দোকেের এই বিয়ে প্রেমঘটিতই । ঘাই পরিবার এবং তেন্ডুলকর পরিবারের মধ্যেও ভাল সম্পর্ক রয়েছে ।
সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা গেল সানিয়াকে
সচিন তেন্ডুলকরের মেয়ে সারা মুম্বইয়ে একটি অ্যাকাডেমি খুলেছেন, যার উদ্বোধন স্বয়ং সচিন নারকেল ফাটিয়ে করেন । সারা তাঁর অ্যাকাডেমির উদ্বোধনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যেখানে সারার সঙ্গে সানিয়াকেও সবুজ পোশাকে দেখা যাচ্ছে । অর্জুন তেন্ডুলকরের সঙ্গে বাগদানের পর সানিয়াকে প্রথমবার পরিবারের সঙ্গে দেখা গেল ।
View this post on Instagram




















