Ashes 2025: অ্য়াশেজের মঞ্চেই নতুল মাইলফলক, আন্তর্জাতিক ক্রিকেটে ৮ হাজার রান পূরণ খাওয়াজার
৩৯ বছর বয়সি তারকা ব্যাটার মেলবোর্নে ব্যাটিং করার সময়ে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। উসমান মেলবোর্নে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫২ বলে ২৯ রানের ইনিংস খেলেন।

মেলবোর্ন: আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক ছুঁলেন উসমান খাওয়াজা। বর্ষীয়াণ অজি ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে আট হাজার রান পূরণ করে ফেললেন। ৩৯ বছর বয়সি তারকা ব্যাটার মেলবোর্নে ব্যাটিং করার সময়ে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। উসমান মেলবোর্নে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫২ বলে ২৯ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে দুটো বাউন্ডারি হাঁকান খাওয়াজা। গাস অ্যাটকিনসনের বলে জেমি স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান খাওয়াজা।
অ্যাডিলেডে দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন খাওয়াজা। তবে এমসিজিতে বড় রান করতে পারলেন না। এমনকী অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৫২ রানই বোর্ডে তুলতে পারে। অ্য়ালেক্স ক্যারি ২০ রান করেন ও মাইকেল নাসের গুরুত্বপূর্ণ ৩৫ রানের ইনিংস খেলেন। স্টিভ স্মিথ মাত্র ৯ রান করে প্যাভিলিয়ন ফেরেন। উসমান আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার ১৯ তম সর্বাধিক রান সংগ্রহকারী। তাঁর ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ১৩৬ আন্তর্জাতিক ম্যাচে ৮০০১ রান। ৪৩ গড়ে ব্যাটিং করেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮টি সেঞ্চুরি ও ৪১টি অর্ধশতরান হাঁকিয়েছেন খাওয়াজা।
মেলবোর্ন টেস্টে প্রথমে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া ১৫২ রানে অল আউট হয়ে যায়। ইংল্যান্ডের বোলারদের মধ্যে জশ টাং ৫ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন গাস অ্যাটকিনসন। ১টি করে উইকেট নিয়েছেন ব্রেন্ডন কেয়ার্স ও বেন স্টোকস।
টি-টোয়েন্টি বিশ্বকাপেও কি নেই কামিন্স?
প্রথম দুটো টেস্টে অ্যাশেজে নেতৃত্বভার সামলেছিলেন স্টিভ স্মিথ। অজিরা জিতেছিল সেই দুটো ম্য়াচেই। অ্য়াডিলেডে ফিরেছিলেন কামিন্স, সেই ম্য়াচে বিশ্রামে ছিলেন স্মিথ। অ্য়াডিলেডে বল হাতে ৬ উইকেটও তুলেছিলেন অজি পেসার। ম্য়াচও জিতেছিল অজিরা। সিরিজে এই মুহূর্তে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। কামিন্সের পরিবর্তে ফের হয়ত আগামী দুটো টেস্টে স্মিথই নেতৃত্বভার সামলাবেন। অজি কোচ বলেছেন, ''সদ্য চোট সারিয়ে ফিরেছে কামিন্স। সিরিজ আমরা জিতে যাওয়ায় আমরা কামিন্সকে নিয়ে এই মুহূর্তে কোনও ঝুঁকি নিতে চাইছি না। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। কামিন্স আদৌ সেই টুর্নামেন্ট খেলতে পারবে কি না, তা এখনও বলা যাচ্ছে না। তবে আমরা আশাবাদী।''
কামিন্স বলেছিলেন, ''এখন আমরা সিরিজ নিশ্চিত করে ফেলেছি, তাই দারুণ একটা অনুভূতি হচ্ছে। আমার এখনও চোটের ঝুঁকিতে রয়েছি। আগামী কয়েকদিনের মধ্যে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারব আমরা।''




















