IND vs PAK: স্পিনের জালেই কি পাক বধের ছক কষছে ভারত? কেমন থাকছে আজ দুবাইয়ের আবহাওয়া?
Asia Cup 2025: সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ভারতীয় স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী দাপট দেখিয়েছিলেন।

দুবাই: মাঠের নয়, মাঠের বাইরে ভারত বনাম পাকিস্তান লড়াই নিয়ে তরজা তুঙ্গে। এশিয়া কাপে দুটো দলই তাঁদের প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে। ভারত হারিয়ে দিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিকে। অন্য়দিকে পাকিস্তান হারিয়ে দিয়েছিল ওমানকে। কিন্তু দুটো দলেরই আসল লড়াই আজ রবিবার। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যেখানে ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। সেখানকার পিচ কেমন?
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ সাধারণ ব্যাটার ও বোলার দু পক্ষের জন্যই সুবিধের। পেস বোলাররা এই পিচ থেকে বাউন্স আদায় করে নিতে পারেন। স্যুইং হয় শুরুর দিকে নতুন বলে ভালই। কিন্তু স্পিনাররা যখনই পিচ একটু স্লো হয়ে আসে, তখন থেকে সুবিধে পাওয়া শুরু করে। এই মাঠে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে গড় টোটাল ১৩৯ ও দ্বিতীয় ইনিংসে গড় সর্বোচ্চ ১২১। এখানে এখনও পর্যন্ত মোট ১১২টি টি-টোয়েন্টি ম্য়াচ হয়েছে। তার মধ্য়ে পরে রান তাড়া করতে নেমে জয় ছিনিয়ে নেওয়ার সংখ্যাটা একটু বেশি। মোট ৫৯ বার দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল জিতেছে। ৫২ বার জয় পেয়েছে প্রথম ইনিংসে ব্য়াট করা দল।
সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ভারতীয় স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী দাপট দেখিয়েছিলেন। এছাড়া উইকেট পেয়েছিলেন শিবম দুবে, বুমরাও। আবার পাকিস্তানে স্পিনারদের মধ্যে রয়েছেন আব্রার আহমেদ, সুফিয়ান মুকিম ও মহম্মদ নাওয়াজ। শাহিন আফ্রিদি পেস অ্য়াটাককে নেতৃত্ব দেবেন। বারতের বিরুদ্ধে বরাবরই সফল শাহিন। আজকের ম্য়াচে কেমন খেলেন, সেটাই দেখার।
কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
দুবাইয়ের আবহাওয়ার পূর্বাভাস বলছে, প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। আর্দ্রতা থাকবে। প্রবল বেগে হাওয়া বইতে পারে একই সঙ্গে। তবে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সেক্ষেত্রে ম্য়াচ ভেস্তে যাওয়ার কোনও সম্ভাবনা সেভাবে নেই।
মূলত লড়াইটা হবে পাকিস্তানের বোলিংয়ের সঙ্গে ভারতের ব্যাটিং লাইন আপের। ভারত ও পাকিস্তান দুটো দলের বোলিং লাইন আপই শক্তিশালী। ব্যাটিং বিভাবে অবশ্য ভারত কিছুটা এগিয়ে রয়েছে পাকিস্তানের থেকে।
View this post on Instagram
















