IND vs PAK: আমিরশাহিকে হারানোর পর এবার 'মিশন পাকিস্তান', কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন সূর্যকুমার
Suryakumar Yadav: দু ইনিংস মিলিয়ে মাত্র ১৭.৪ ওভার খেলা হয়েছে। আমিরশাহিকে ৫৭ রানে অল আউট করে দেওয়ার পর ৪.৩ ওভারেই ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছিল ভারতীয় দল।

দুবাই: আমিরশাহির বিরুদ্ধে ম্য়াচটি ড্রেস রিহার্সাল হিসেবেই দেখতে চাইছিল ভারতীয় দল (Indian Cricket Team)। ব্যাটে-বলে দুটো বিভাগেই প্রতিপক্ষ শিবিরকে ছাপিয়ে ম্য়াচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। ম্য়াচের পর সূর্যকুমার যাদব কিন্তু পাকিস্তান দলকে কড়া বার্তা দিয়ে রাখলেন। খেলার শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এসে সূর্যকুমার বলছেন, ''আমরা সবাই পাকিস্তানের বিরুদ্ধে ১৪ সেপ্টেম্বরের ম্য়াচের জন্য অপেক্ষা করছি। দলের প্রত্যেকে ভাল একটা ম্যাচ খেলতে চায়। সেই ম্য়াচে নিজেদের সেরাটা দিতে চায়। প্রত্যেক ম্য়াচেই জয় ছিনিয়ে নেওয়া আমাদের একমাত্র লক্ষ্য এখন।''
আমিরশাহির বিরুদ্ধে ম্য়াচে দু ইনিংস মিলিয়ে মাত্র ১৭.৪ ওভার খেলা হয়েছে। আমিরশাহিকে ৫৭ রানে অল আউট করে দেওয়ার পর ৪.৩ ওভারেই ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছিল ভারতীয় দল। খেলায় টস জিতে প্রথমে আমিরশাহি শিবিরকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন সূর্য। সেই সিদ্ধান্ত প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন, ''আমি শুধু দেখতে চেয়েছিলাম যে উইকেট কেমন ব্যবহার করে। দ্বিতীয় ইনিংসের সময়ও উইকেট সমান ব্যবহার করছিল। হার্দিক, বুমরা, কুলদীপ, অভিষেক প্রত্যেকে দুর্দান্ত। অভিষেকের ব্য়াটিং সত্যিই মুগ্ধ করে দেওয়ার মত। দলের কথা ভেবে সবসময় খেলে। নিজের স্কোর, মাইলস্টোন নিয়ে ভাবে না ও। এইজন্যই এই ফর্ম্যাটে ও শীর্ষে রয়েছে ক্রমতালিকায়।''
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত জেতার পর রোহিত শর্মা এই ফর্ম্য়াট থেকে অবসর নেন। এরপর থেকে সূর্যকুমারই এই ফর্ম্য়াটে দেশের নেতৃত্বভার সামলাচ্ছেন। এখনও পর্যন্ত ২৩টি ম্যাচে নেতৃত্বা দিয়ে ১৯টি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছেন। মাত্র ৪টি ম্য়াচে হারতে হয়েছে সূর্যকুমারের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে এই ফর্ম্য়াটে। গৌতম গম্ভীরের সঙ্গে জুটি বেঁধে এই ফর্ম্য়াটে ধারাবাহিকভাবে দলকে সাফল্য এনে দিচ্ছেন। সূর্য বলছেন, "আমি আমিরশাহি হোক বা পাকিস্তান যে দলের বিরুদ্ধেই খেলি না কেন, আমি শুধুমাত্র গৌতম ভাই (গৌতম গম্ভীর) কী বলছেন, সেটাই মেনে চলার চেষ্টা করি। দেশের হয়ে প্রতিটা ম্য়াচেই নিজের সেরাটা দিয়ে ভাল কিছু করার ইচ্ছে থাকে ও সুযোগও থাকে।''
পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্য়াচে আগামী ১৪ তারিখ মাঠে নামবে ভারত। লিগে তাঁদের শেষ ম্য়াচ আগামী ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই এবার এশিয়া কাপে খেলতে নেমেছে ভারতীয় দল।




















