Asia Cup 2025: জল্পনাই সত্যি হল, দুই তারকা বাবর আজম ও রিজওয়ানকে বাদ দিয়েই এশিয়া কাপের দল ঘোষণা করল পাকিস্তান
Babar Azam-Mohammad Rizwan: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বকালীন সর্বোচ্চ রানসংগ্রাহক বাবর আজম, দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক মহম্মদ রিজওয়ান।

নয়াদিল্লি: এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য দল ঘোষণার পালা শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দল নিজেদের স্কোয়াড এখনও ঘোষণা করেনি। তবে পাকিস্তান দল ঘোষণা করে দেওয়া হল। জল্পনা ছিলই। সেইমতোই কিন্তু এশিয়া কাপের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড যে ১৭ জনের দল ঘোষনা করল, তাতে দুই পাক তারকা মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) এবং বাবর আজমের (Babar Azam) নাম নেন।
এবারের এশিয়া কাপ বিশ ওভারের ফর্ম্যাটে আয়োজিত হবে। বাবর আজম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্যাটে পাকিস্তান সর্বকালের সর্বোচ্চ এবং বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। বাবরের পরেই এই তালিকায় পাক দলের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকের নাম মহম্মদ রিজওয়ান। তিনি সর্বকালীন তালিকায় সাতে রয়েছেন। পাকিস্তানের ওয়ান ডে দলের অধিনায়কও রিজওয়ান। তবে এই দুই তারকাকে ছাড়াই এবারের এশিয়া কাপ দল ঘোষণা করল পাকিস্তান। সলমন আলি আগাই এশিয়া কাপে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন।
রিজওয়ান ও বাবর ওয়েস্ট ইন্ডিজ়েও পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডের অংশ ছিলেন না। সেই সিরিজ় ২-১ স্কোরলাইনে জেতে পাকিস্তান। সেই সিরিজ়ের অধিনায়ক সলমনকেই কিন্তু এশিয়া কাপের জন্যও অধিনায়কত্বের দায়িত্বে বহাল রাখল পাক বোর্ড। এশিয়া কাপের জন্য তরুণ দলই নির্বাচিত করেছে পাকিস্তান বোর্ড। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে শাহিন, হ্যারিস রউফ, ফখর জামান ও খুশদিল শাহই এশিয়া কাপের জন্য নির্বাচিত দলে সুযোগ পেয়েছেন।
পাকিস্তানের ঘোষিত ১৭ জনের এশিয়া কাপ দল:-
সলমন আলি আগা (অধিনায়ক), মহম্মদ হারিস (উইকেটরক্ষক), ফখর জামান, আবরার আমেদ, ফাহিম আশরাফ, হ্যারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেন তালাত, খুশদিল শাহ, মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিবজাদা ফারহান, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম, সাঈম আয়ুব, সলমন মির্জা
কোহলির জন্যই বাবরের খারাপ ফর্ম!
বাবর আপাতত খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি আইসিসি ব়্যাঙ্কিংয়েও ক্রমেই পিছিয়ে পড়ছেন। দীর্ঘদিন ব্যাটে শতরান নেই। বাবরের এই খরার প্রসঙ্গে উঠে এল বিরাট কোহলির নাম। প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার আহমেদ শেহজাদের (Ahmed Shahzad) মতে সাম্প্রতিক সময়ে বিরাট কোহলির সঙ্গে নিরন্তর তুলনা বাবরের চাপ বাড়িয়েছে এবং সেটাই তাঁর শতরানের খরার মূল কারণ।
তিনি বলেন, 'সবটা যখন ঠিকঠাক চলছিল, তখন তো তুলনা টেনে আপনারা বিভিন্ন ক্যাম্পেন চালাচ্ছিলেন। এখন যখন পারফরম্য়ান্স হচ্ছে না, তখন তুলনা করতে না করছেন। কেন হবে না তুলনা? বিরাট কোহলির সঙ্গে কারুর তুলনা চলে না। ও কিংবদন্তি, রোল মডেল। এমনকী এমএস ধোনির সঙ্গেও ওর তুলনা চলে না। ধোনি দুরন্ত অধিনায়ক হতে পারেন। তবে ব্য়াটার, অ্যাথলিট, ক্রিকেটার হিসাবে কোহলির তুলনা হয় না। কারুর সঙ্গেই কারুর তুলনা করা উচিত নয়। এর জেরে তো বাড়তি চাপ তৈরি হয় একটা। বাবরের ক্ষেত্রে এই চাপের পরিণামটাই আমরা এখন দেখতে পারছি।'




















