Asia Cup 2025: করমর্দন-বিতর্কে খারিজ হচ্ছে পাকিস্তানের আপিল, পরিবর্তে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় দল?
Pakistan Cricket Board: দু'দেশের দ্বন্দ্বে উস্কানি দিয়েছেন অ্যান্ডি পাইক্রফ্ট, ম্যাচ রেফারির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘণের এমন অভিযোগ এনেই আইসিসিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড চিঠি লিখেছিল বলে খবর।

দুবাই: প্রবল বিতর্কের মাঝেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তানের এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুব পর্বের ম্যাচটি আয়োজিত হয়েছে। পহেলগাঁও হানার পর পাকিস্তানের সঙ্গে এই ম্যাচ কেন হচ্ছে সেই নিয়ে প্রবলভাবে বয়কাটের ডাক উঠে। ভারতীয় দল (Indian Cricket Team) ম্য়াচ বয়কট না করলেও, সূর্যকুমার যাদবসহ গোটা টিম ইন্ডিয়া দলের কেউই ম্যাচশেষে পাকিস্তান দলের কারুর সঙ্গেই করমর্দন করেননি। এই নিয়ে শুরু হয় বিতর্ক।
শোয়েব আখতার, রশিদ লতিফের মতো প্রাক্তনীরা টিম ইন্ডিয়ার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) তরফে এই নিয়ে প্রবল অসন্তোষ প্রকাশের পাশাপাশি আইসিসিকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের (Andy Pycorft) অপসারণের দাবিতে চিঠিও লেখা হয় বলে খবর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে অভিযোগ ছিল মাঠে দু'দেশের দ্বন্দ্বে উস্কানি দিয়েছেন পাইক্রফ্ট। সেই মর্মেই ম্যাচ রেফারির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগ এনেই পাক বোর্ডের তরফে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে চিঠি লেখা হয়েছে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নখভি নিজেও পাইক্রফ্টের অপসারণের সমর্থনেই ছিলেন। তবে শোনা যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াম খানকে লেখা চিঠিতে যা দাবি করা হয়েছিল, সেই দাবি খারিজ হতে চলেছে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের অপসারিত হচ্ছেন না। পিসিবিকে শীঘ্রই চিঠি দিয়ে আইসিসি নিজেদের এই সিদ্ধান্ত জানাতে চলেছে বলে শোনা যাচ্ছে।
ভারতীয় দলকে সিংহভাগ বিশেষজ্ঞই এই টুর্নামেন্টের ফেভারিট হিসাবে গণ্য করছেন। টিম ইন্ডিয়া ইতিমধ্যেই প্রথম দল হিসাবে এশিয়া কাপের 'সুপার ফোর'-এ নিজেদের জায়গাও পাকা করে নিয়েছে। তবে সূত্রের খবর এশিয়া কাপের ফাইনালে উঠলেও ম্যাচ-শেষে পুরস্কার বিতরণী মঞ্চে যাবে না টিম ইন্ডিয়া। এর পিছনে কারণ কী? আসলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভিই আবার পাক বোর্ডের চেয়ারম্যানও। নিয়ম অনুযায়ী আইসিসির কোনও টুর্নামেন্ট শেষে আইসিসি চেয়ারম্যান এবং এশিয়ার কোনও টুর্নামেন্ট শেষে এসিসি চেয়ারম্যানই বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
এক্ষেত্রে এশিয়া কাপজয়ী দলের হাতে তাই মহসিন নখভির ট্রফি তুলে দেওয়ার কথা। কিন্তু ভারতীয় দল নিজেদের অবস্থান অনড় থেকে এসিসি চেয়ারম্যানের হাত থেকে ট্রফিও নেবে না বলে শোনা যাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের তরফে এখনও এ বিষয়ে সরকারিভাবে অবশ্য কিছু জানানো হয়নি।




















