IND vs PAK: কাজে দিল না সঈমের ভেল্কি, ব্যর্থ শাহিনের লড়াই, আগাগোড়া দাপট দেখিয়ে পাকিস্তানকে হারাল ভারত
India vs Pakistan Asia Cup Highlights: ২৫ বল বাকি থাকতেই সাত উইকেট হাতে রেখে চিরপ্রতিদ্বন্দ্বীকে দুরমুশ করল ভারত।

দুবাই: হাতে ছিল মাত্র ১২৮ রানের পুঁজি। সেই নিয়ে চেষ্টা চালিয়েছিলেন সঈম আয়ুব। তিনটি উইকেট নেন তিনি। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। বল হাতে কুলদীপ যাদবদের দৌরাত্ম্যের পর ব্যাটিংয়ে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দাপট। ২৫ বল বাকি থাকতেই সাত উইকেট হাতে রেখে এশিয়া কাপের ম্য়াচে (Asia Cup 2025) চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দুরমুশ করল ভারত (IND vs PAK)।
পিচ ব্যাটিংয়ের জন্য একেবারেই সহজ ছিল না। তবে তাতে যে ১২৮ রান যথেষ্ট ছিল না, তা প্রথম ইনিংস শেষে প্রায় সকল বিশেষজ্ঞই বলছিলেন। হলও তাই। অবশ্য বল হাতে শুরুটা কিন্তু পাকিস্তান মন্দ করেনি। শুভমন গিল ও অভিষেক শর্মা আগ্রাসী মেজাজে শুরু করলেও, ম্যাচের দ্বিতীয় ওভারে ক্যারাম বলেই কামাল করেন সঈম। স্টাম্পড হন শুভমন। ২২ রানে ভাঙে ভারতের ওপেনিং পার্টনারশিপ। একই বোলার অভিষেক শর্মাকেও ৩১ রানে সাজঘরে ফেরত পাঠান। ৫০ রানের গণ্ডি পার করার আগেই ভারতীয় দল দুই উইকেট হারিয়ে ফেলে।
তবে উইকেট হারালেও ভারতীয় দলের রানের গতিবেগ কোনওসময়ই কমেনি। পাওয়ার প্লেতেই ৫০ রানের গণ্ডি পার করে ভারত। দুই উইকেট পড়ার পর সূর্য ও তিলক বর্মা জমাটি পার্টনারশিপ গড়ে তোলেন। দুইজনেই দেখেশুনেই ইনিংস এগিয়ে নিয়ে যান। তবে দুরন্ত শুরুর পর পাকিস্তানের হাতে তেমন আর রানের পুঁজিই ছিল না। তিলক বর্মা ৩১ রানে যতক্ষণে সঈমের বলে আউট হন, ততক্ষণে ভারতীয় দল শতরানের দোরগোড়ায়। যেটুকু যা কাজ বাকি ছিল, তা সূর্য ও শিবম মিলে করে দেন। ১০ রানে অপরাজিত থাকেন শিবম দুবে।
তবে ব্যাটাররা এদিন দারুণ পারফর্ম করলেও, দলের জয়ের ভিতটা রেখেছিলেন ভারতীয় স্পিনাররা। নতুন বল হাতে হার্দিক পাণ্ড্য ও যশপ্রীত বুমরা দুই সাফল্য এনে দেওয়ার পর অক্ষর পটেল ও কুলদীপ যাদবের (Kuldeep Yadav) স্পিন ভেল্কি পাকিস্তানকে নাজেহাল করে। শেষের দিকে শাহিন শাহ আফ্রিদি ১৬ বলে ৩৩ রানের ইনিংস না খেললে হয়তো পাকিস্তান শতরানের গণ্ডিও পার করতে পারত না। বল হাতে কুলদীপ তিন, অক্ষর দুই ও বরুণ চক্রবর্তী একটি উইকেট নেন। বুমরাও দুইটি সাফল্য পান। নয় উইকেটে ১২৭ রানেই থামে পাকিস্তানের ইনিংস। জবাবে হেসেখেলে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল।




















