Asia Cup 2025: টুর্নামেন্ট শেষ হলেও থামল না বিতর্ক, এশিয়া কাপ ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে নাটক
Asia Cup Final: এশিয়া কাপ জিতলে পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নখভির হাত থেকে ভারতীয় দল ট্রফি নেবে না বলেই শোনা যাচ্ছিল।

দুবাই: টুর্নামেন্টের শুরু থেকেই বিতর্ক। সপ্তাহান্তে পাকিস্তানকে (IND vs PAK) হারিয়ে ভারতীয় দল নবমবার এশিয়া কাপ (Asia Cup 2025) চ্যাম্পিয়ন হলেও, থামল না সেই বিতর্ক। টুর্নামেন্টের শুরুটা হয়ে ভারত বনাম পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক থেকে। শেষটা হল পুরস্কার বিতরণী নিয়ে চূড়ান্ত নাটকের মাধ্যমে।
কোনও টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে বিতর্ক, নাটকের উদাহরণ প্রায় নেই বললেই চলে। তর্কের খাতিরে বলা যায় ২০০৭ সালে বিশ্বকাপ জয়ের পর অস্ট্রেলিয়া অধিনায়ক মঞ্চ থেকে তৎকালীন আইসিসি চেয়ারম্যান শরদ পাওয়ারকে ধাক্কা দিয়ে নামিয়ে দেন। কিন্তু তারপরেও এত বিতর্ক হয়নি। এবারের এশিয়া কাপের ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর প্রায় এক ঘণ্টা কোনওরকম পুরস্কার বিতরণী অনুষ্ঠানই হয়নি। সাধারণত ম্যাচ শেষের ১০-১৫ মিনিট পরেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে।
𝗖. 𝗛. 𝗔. 𝗠. 𝗣. 𝗜. 𝗢. 𝗡. 𝗦 🏆
— BCCI (@BCCI) September 28, 2025
A dominant performance capped by an unbeaten campaign 💪
Congratulations to #TeamIndia on winning #AsiaCup2025 🇮🇳 🥳
Scorecard ▶️ https://t.co/0VXKuKPkE2#Final pic.twitter.com/n9fYeHfByB
ব্রডকাস্টারদের হয়ে স্টুডিওতে বসে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী পর্যন্ত এই বিষয়ে বিস্ময় প্রকাশ করে দাবি করেন এমন ঘটনা কোনদিন হয়নি। এই বিষয়ে স্পষ্টভাবে কোনও কিছু জানাই যায়নি বলে বিস্ময় প্রকাশ করেন শাস্ত্রী। কিন্তু কী কারণে এই বিতর্ক? কেনই বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হতে এত দেরি হল?
নিয়ম অনুযায়ী যেমন কোনও আইসিসি টুর্নামেন্ট শেষে আইসিসি ট্রফি তুলে দেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ারম্যান। তেমনই এশিয়ার কোনও টুর্নামেন্ট শেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানেরই বিজয়ী দলকে ট্রফি তুলে দেওয়ার কথা। তবে এক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নখভিই এসিসিরও প্রধান। এই নখভিই কিন্তু টুর্নামেন্টে একাধিকবার ভারতীয় দলকে বিপাকে ফেলার জন্য আইসিসির কাছে বিভিন্ন বিষয়ে নালিশ করেন। তিনিই ভারত-পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ শেষে রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে নিয়মলঙ্ঘন করার জন্য নির্বাসিত করার দাবি তুলেছিলেন।
সেই নখভির থেকে ভারতীয় দল যে ট্রফি নেবে না, তা বিভিন্ন মহলে বহু থেকেই শোনা যাচ্ছিল। মহসিন নখভি এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠাণে উপস্থিত ছিলেন বটে, তবে তাঁর থেকে ট্রফি নিল না ভারত। অর্থাৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলেও, নখভির হাত থেকে ট্রফি নিল না ভারত।




















