Ashes 2025: ঐতিহ্যের অ্য়াশেজ কবে থেকে শুরু? সূচি ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া
Australia Cricket Fixture: এরপর অ্য়াশেজের মত ঐতিহাসিক দ্বৈরথে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্য়ান্ড। যা শেষ হল ভারতীয় মহিলা ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে নামবে।

মেলবোর্ন: সারা বছরের সূচি প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। রবিবার সেই সূচিতেই চলতি বছরের অ্য়াশেজের সূচিও প্রকাশ করে ফেলল অজি ক্রিকেট বোর্ড। চলতি বছরের অ্য়াশেজ শুরু হবে আগামী নভেম্বর থেকে। আগামী ২১ নভেম্বর পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু। পারথের ওপটাস স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হওয়া টেস্টটি গোলাপি বলের টেস্ট। অ্য়াশেজ ছাড়াও বছরের মাঝের সময় থেকে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিরুদ্ধে সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার।
পারথে অ্য়াশেজের প্রথম টেস্টটি হওয়ার পর দ্বিতীয় টেস্টটি হবে গাব্বায়। আগামী ৪- ৮ ডিসেম্বর পর্যন্ত গাব্বায় আয়োজিত হত চলা এই অ্যাশেজের দ্বিতীয় টেস্টটি দিন রাতের ম্যাচ। ১৭-২১ ডিসেম্বর পর্যন্ত চলবে অ্য়াডিলেড ওভালে তৃতীয় টেস্ট। ২৬-৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে চতুর্থ টেস্ট মেলবোর্নে। শেষ গোলাপি বলের টেস্ট ম্য়াচটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।
এদিকে, চলতি বছর অস্ট্রেলিয়া সফরে প্রথমে তিনটি ওয়ান ডে ম্য়াচ খেলবে ভারত। আগামী ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এই ওয়ান ডে ম্য়াচগুলো। যা হবে পার্থ, অ্য়াডিলেড ও সিডনিতে। এরপর পাঁচটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলবে দুই দল। আগামী ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত যে ম্য়াচগুলো খেলা হবে ক্যানবেরা, মেলবোর্ন, হোবার্ট, গোল্ডকোস্ট, ব্রিসবেনে।
View this post on Instagram
এরপর অ্য়াশেজের মত ঐতিহাসিক দ্বৈরথে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্য়ান্ড। যা শেষ হল ভারতীয় মহিলা ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে নামবে। আগামী ১৫, ১৯ ও ২১ ফেব্রুয়ারি তিনটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলা হবে যথাক্রমে সিডনি, মানুকা ওভাল ও অ্য়াডিলেড ওভালে। এরপর তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ রয়েছে। সেখানে স্মৃতিরা অজি দলের বিরুদ্ধে খেলতে নামবেন প্রথম ম্য়াচ ২৪ ফেব্রুয়ারি। যা হবে ব্রিসবেনের অ্য়ালান বর্ডার মাঠে। ২৭ ফেব্রুয়ারি হোবার্টে রয়েছে ম্য়াচ। আগামী ১ মার্চ শেষ ওয়ান ডে ম্য়াচটি হবে মেলবোর্নে। এরপর আগামী ৬-৯ মার্চ পর্যন্ত চলবে ওয়াকায় একমাত্র টেস্ট ম্য়াচটি। আগামী বছর উইমেন্স প্রিমিয়ার লিগ আয়োজিত হতে পারে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে।




















