Alyssa Healy: 'পরের বিশ্বকাপে আর আমি থাকব না দলের সঙ্গে', ফাইনালের স্বপ্নভঙ্গ হতেই অবসরের ইঙ্গিত হিলির?
Womens ODI World Cup: ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল অ্য়ালিসা হিলির। আর সেমিতে হারের পরই অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের উইকেট কিপার ব্য়াটার।

নবি মুম্বই: কেরিয়ারের শেষ ওয়ান ডে বিশ্বকাপ খেলে ফেললেন অ্য়ালিসা হিলি (Alyssa Healy)। তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল চলতি বিশ্বকাপে খেলছিল। গোটা টুর্নামেন্টে সব ম্য়াচ জিতেই শেষ চারে পৌঁছেছিল অজি শিবির। কিন্তু ভারতের বিরুদ্ধে শেষ পর্যন্ত হেরে যেতে হয় অস্ট্রেলিয়াকে। ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল অ্য়ালিসা হিলির। আর সেমিতে হারের পরই অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের উইকেট কিপার ব্য়াটার।
ম্য়াচ শেষে হিলি বলছেন, ''আমার মনে হয় গোটা টুর্নামেন্ট ধরে দলের প্রত্যেক প্লেয়ার দারুণ পারফর্ম করেছে। তার জন্য়ই এই হার বেশি করে হতাশ করেছে আমাদের। আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম। আমরা অনেক চাপ তৈরি করেছিলাম প্রতিপক্ষ দলের ওপর। কিন্তু আমরা মোমেন্টাম ধরে রাখতে পারিনি।'' আগামী বিশ্বকাপে কি খেলতে দেখা যাবে আপনাকে? হিলির সটান উত্তর, ''পরের বিশ্বকাপে আমি থাকব না দলের সঙ্গে। নতুন দলে অনেক নতুন মুখ দেখতে পাওয়া যাবে। নিঃসন্দেহে আগামী বছরের মাঝামাঝি টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তা নিয়ে অবশ্য়ই আমাদের গ্রুপে বাড়তি উত্তেজনা কাজ করবে। ভাল খেলার জন্য মরিয়া থাকবে সবাই। কিন্তু এরপরও একটা কথা বলতে চাই যে আমাদের ওয়ান ডে ফর্ম্য়াটের দল কিছুটা বদলে যেতে পারে। আমরা ভুল থেকে অনেক কিছু শেখার চেষ্টা করব। আমরা ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আমরা একসঙ্গে এগিয়ে যাব। একসঙ্গে উন্নতি করব। গোটা টুর্নামেন্টে অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে আমাদের। সেগুলো প্রাপ্তি আমাদের কাছে। আমরা ঘুরে দাঁড়াবই।''
এদিকে ম্য়াচ জেতানো শতরানের ইনিংস খেলার পর জেমাইমা রডিরগেজ বলেন, 'গত বছরে আমি বিশ্বকাপে সুযোগ পাইনি। দল থেকে বাদ পড়েছিলাম। আমি ভাল ফর্মে থাকলেও কিছু যেন নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। সব হু হু করে হয়ে যাচ্ছিল। সেই সময় আমি প্রতিটি দিন কাঁদতাম। মানসিকভাবে আমি ভাল জায়গায় ছিলাম না, অবসাদে ভুগছিলাম। তবে জানতাম ফিরে আসতে হবে। বাকিটা ঈশ্বর সামলে নেবেন। আজ প্রথম দিকে নিজের মতোই ব্যাটিং করছিলাম। তবে শেষের দিকে বাইবেলের কোট পড়ছিলাম। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ঈশ্বর আজ আমার জন্য লড়েছেন। আমি শান্ত থাকার চেষ্টা করছিলাম। কিন্তু ভারতকে জিততে দেখার পর আর নিজেকে সামলাতে পারিনি।''



















