Axar Patel: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মরিয়া ভারতের তারকা অলরাউন্ডার অক্ষর পটেল
Indian Cricket Team: গত বছর পেশির চোটের কারণে ভারতের প্রাথমিক দলে থাকলেও ৫০ ওভারের বিশ্বকাপে খেলতে পারেননি অক্ষর পটেল।
নয়াদিল্লি: গত বছর ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপে ভারতের (Indian Cricket Team) প্রাথমিক ১৫ জনের দলে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে চোটের কারণে দুর্ভাগ্যবশত মেগা টুর্নামেন্টে মাঠে নামতে পারেননি অক্ষর পটেল (Axar Patel)। এই বছরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও যুক্তরাষ্ট্রে সম্মিলিতভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) আয়োজিত হবে। সেই বিশ্বকাপে অংশগ্রহণ করতে মরিয়া অক্ষর পটেল।
গত বছর পেশির চোটে বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হয়েছিল। তাই এই বছর বিশ্বকাপে অংশগ্রহণ করতে মরিয়া অক্ষর ঘরোয়া ক্রিকেটের ম্যাচে বাড়তি ঝুঁকি নিয়ে ফিল্ডিং করার সময় ডাইভ মারতে বা এদিক ওদিক ঝাঁপাতে ইচ্ছুক নন। মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর অক্ষর বলেন, 'ওয়ান ডে বিশ্বকাপে না খেলতে পারাটা ভীষণই হতাশার। এনসিএ-তে (জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি) আমার রিহ্যাবের সময় আমি বারবার একটাই কথা ভাবছিলাম যে কীভাবে আমি নিজের খেলায় আরও উন্নতি ঘটাতে পারি।'
তিনি আরও যোগ করেন, 'নিজের বোলিং শোধরানোর জন্য আমি অনেক খেটেছি। বাঁ-হাতি স্পিনারদের বোলিংয়ে তো খুব বেশি বৈচিত্র থাকে না। লেগ স্পিনারদের মতো আমি গুগলি করতে পারি না। আমি নিজের বোলিংয়ে হালকা ফের বদল ঘটানোর চেষ্টা করি। বোলিং গতিতে অদল বদল করি। ভিন্ন লাইন, লেংথে বল করা, ক্রিজের ব্যবহার করার চেষ্টা করি। আমি ধারাবাহিকভাবে যাতে ভাল পারফর্ম করতে পারি, সেটা তো নিশ্চিত করতে হবে। আর ধারাবাহিক পারফর্ম করলে আমার জায়গা এমনিই নিশ্চিত হয়ে যাবে।'
অক্ষর ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত ৪৭টি উইকেট নিয়েছেন। তাঁর বোলিং গড় ২৪.৮৭ এবং ইকোনমি ৭.৩৪। ব্যাট হাতে অক্ষরের স্ট্রাইক রেট ১৪৪-র অধিক। সুতরাং, অলরাউন্ডার হিসাবে ভারতীয় টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে অক্ষরের সামনে।
সাউদির ইতিহাস
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক টিম সাউদির (Tim Southee) মুকুুটে নয়া পালক। প্রথম বোলার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০টি উইকেট নেওয়ার কৃতিত্ব নিজের নামে করলেন সাউদি। তাঁর দুরন্ত বোলিংয়ের পাশাপাশি ড্যারেল মিচেল এবং কেন উইলিয়ামসনের অর্ধশতরানে ভর করে অকল্যান্ডে হাই স্কোরিং ম্যাচে পাকিস্তানকে ৪৬ রানে হারাল নিউজ়িল্যান্ড (New Zealand vs Pakistan)।
আরও পড়ুন: 'বেবি স্টেপস', ২২ গজে ফেরার প্রস্তুতি, নেটে ব্যাট হাতে নেমে পড়লেন সূর্যকুমার যাদব