Bangladesh Cricket: বাংলাদেশের ১০ বছরের ক্রিকেটে এমন জঘন্য ব্যাটিং দেখিনি: তাসকিন
Taskin Ahmed on Bangladesh Batsmen: কিন্তু সুপার এইটে যাতগুলো দল উঠেছিল, তাদের মধ্য়ে ব্যাটিং ডিপার্টমেন্টের সবচেয়ে কম গড় বাংলাদেশেরই। এমনকী যুক্তরাষ্ট্রের থেকেও কম।
ঢাকা: সুপার এইটে আফগানিস্তানের বিরুদ্ধে ম্য়াচ জিতে সেমিতে পৌঁছানোর সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু ব্যাটারদের চূড়ান্ত ব্যর্থতায় তা সম্ভব হয়নি। তরুণরা তো বটেই এমনকী অভিজ্ঞ ক্রিকটাররাও পারফর্ম করতে পারেননি এই টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাংলাদেশের পারফরম্য়ান্স খারাপের পেছনে ব্যাটারদের ব্য়র্থতাকেই মূলত দায়ী করছেন দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ। তিনি জানিয়েছেন একমাত্র এই বিভাগটি ছাড়া ৪৭ দিনের সফরে তাঁদের সব কিছুই পরিকল্পনামাফিক হয়েছে। এবারের টি-টোয়েন্ট টুর্নামেন্টে ব্যাটার নয়, বোলাররাই মূলত দাপট দেখিয়েছেন। কিন্তু সুপার এইটে যাতগুলো দল উঠেছিল, তাদের মধ্য়ে ব্যাটিং ডিপার্টমেন্টের সবচেয়ে কম গড় বাংলাদেশেরই। এমনকী যুক্তরাষ্ট্রের থেকেও কম।
বাংলাদেশের টপ অর্ডারে সুপার এইটে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র অর্ধশতরান লিটন দাসের ছিল। এছাড়া টুর্নামেন্টে তৌহিদ হৃদয় ১৫৩ রান করেছেন মোট ১২৮.৫৭ গড়ে। কিন্তু অভিজ্ঞ শাকিব আল হাসান ঝুলিতে পুরেছেন মাত্র ১১১ রান। তার থেকেও খারাপ পরিস্থিতি মাহমুদুল্লাহ রিয়াদের। তাঁর ঝুলিতে ৯৫ রান। ফলে দলের ফলাফলেও তার প্রভাব পড়েছে। তাসকিন বলছেন, ''সিনিয়রদের অফফর্ম দলের ফলাফলেও প্রভাব ফেলেছে। আমি আমার গত ১০ বছরের বাংলাদেশ ক্রিকেট দলে কেরিয়ারে এত জঘন্য ব্যাটিং, এত বেশি সময় ধরে খারাপ ব্যাটিং পারফরম্য়ান্স আগে দেখিনি। আশা করি সময় বদলাবে দ্রুত।''
আমেরিকার মাটিতে যতটা পরিশ্রম ও সমস্যার মধ্যে পড়তে হয়েছে ব্য়াটারদের, তার থেকে তুলনামূলক সহজ পিচ ছিল ওয়েস্ট ইন্ডিজে, এমনটাই মনে করেন তাসকিন। তিনি বলছেন, ''যদি ব্যাটিং নিয়েই কথা বলতে হয়, তবে পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে যে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রতিটা দলকেই সমস্যায় পড়তে হয়েছে। ব্যাটাররা সুবিধে পাননি পিচ থেকে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পিচে রান উঠেছে। ওখানে আমাদের ব্যাটাররা রান তুলতে পেরেছে।''
চােট সারিয়ে ফিরেই দলের সহ অধিনায়ক হিসেবে টি-টোয়েন্ট বিশ্বকাপ খেলতে উড়ে গিয়েছিলেন তাসকিন। সেখানে রিশাদ হোসেন, তানজিম শাকিব মিলে দলের বোলিং ডিপার্টমেন্ট মূলত সামলাচ্ছিলেন। সঙ্গে ছিলেন মুস্তাফিজুর রহমনও।
একেই বাংলাদেশের ক্রিকেটে টালমাটাল চলছে। দলের অধিনায়ক থেকে শুরু করে অভিজ্ঞ ক্রিকেটারদের পারফরম্য়ান্স নিয়ে কাটাছেঁড়া চলছে। এরমধ্যে তাসকিনের এই মন্তব্যে কিন্তু সমস্যা বাড়তেই পারে। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু শাকিব, মাহমুদুল্লাহদের দিকেই আঙুল তুলেছেন তাসকিন। সেক্ষেত্রে বোর্ডের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হলে অবাক হওয়ার থাকবে না।