T20 World Cup 2026: মুস্তাফিজুর কাণ্ডের জেরেই কি ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত না নেপথ্যে অন্যকিছু?
Bangladesh Cricket Board: বাংলাদেশ দলকে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে পাঠাবে না বলে জানিয়েছে বিসিবি। আইসিসিকে তাদের ম্যাচগুলি স্থানান্তরিত করার অনুরোধও করা হয়েছে তাদের তরফে।

ঢাকা: গতকালই বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দিয়েছে। এর নেপথ্যে অনেকেই মনে করছেন বাংলাদেশ সংখ্যালঘু হিন্দু নিপীড়নের জেরে গোটা দেশে বাড়তে থাকা ক্ষোভই রয়েছে। মুস্তাফিজুরের আইপিএল থেকে বাদ যাওয়ার ঘটনার পরে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) ম্যাচ খেলতে ভারতে পাঠাবে না বলে জানিয়েছে বিসিবি (Bangladesh Cricket Board)। আইসিসিকে তাদের ম্যাচগুলি স্থানান্তরিত করার অনুরোধও করা হয়েছে তাদের তরফে।
এই অনুরোধের পিছনে কি মুস্তাফিজুর-কাণ্ডের ক্ষোভ না রয়েছে অন্য কোনও কারণ? বিসিবির তরফে আজই বোর্ড অফ ডিরেক্টর্সদের একটি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে সকলের সঙ্গে আলোচনার পরেই এক বিবৃতির মাধ্যমে সবটা খোলসা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির তরফে বিবৃতিতে জানানো হয়, 'গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবহ লক্ষ্য করে বোর্ড বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেছে এবং বর্তমানে বাংলাদেশের ভারতে আয়োজিত হওয়ার ম্যাচগুলি খেলার বিষয়ে গভীরভাবে উদ্বেগও প্রকাশ করা হয়েছে।'
তারা যোগ করে, 'বাংলাদেশ সরকারের পরামর্শ, বর্তমান পরিবেশ এবং পরিস্থিতি নিবীড়ভাবে বিচার, বিবেচনা করে ভারতে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সংশয়ের কারণেই বোর্ড অফ ডিরেক্টর্স সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভারতে বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্ট খেলতে যাবে না। বোর্ডের তরফে সরকারিভাবে আইসিসিকে টুর্নামেন্টের প্রধান আধিকারক হিসাবে অনুরোধ করা হয়েছে যাতে তারা বাংলাদেশের সমস্ত ম্যাচ ভারতের বাইরে অন্য মাঠে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়। বোর্ড বিশ্বাস করে বাংলাদেশি খেলোয়াড়, অফিসিয়াল, বোর্ডের সদস্য এবং স্টেকহোল্ডারদের নিরাপত্তাত সুনিশ্চিত করতে এই পদক্ষেপ খুবই জরুরি যাতে নিরাপদ পরিবেশে দল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে।'
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে এই বিষয়ের গভীরতাটা আইসিসির দ্রুত হস্তক্ষেপ এবং পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, দল কোথায় ম্যাচ খেলবে সেই নিয়ে জল্পনা-কল্পনা, চিঠি চালাচালির মাঝেই বাংলাদেশ বোর্ডের তরফে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দেওয়া হয়েছে।
লিটনের অধিনায়কত্বে সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করেছে বাংলাদেশ। দলের ব্যাটিং অর্ডারের মূল স্তম্ভই উইকেটকিপার ব্যাটার। তাঁকেই বিশ্বকাপেও অধিনায়কত্ব করতে দেখা যাবে। এছাড়া দলে রয়েছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেইন ঈমন। তবে বাংলাদেশের বোলিং লাইন আপ তুলনামূলকভাবে অনেক বেশি শক্তিশালী। অভিজ্ঞ মুস্তাফিজুর ও তাসকিন রয়েছেন দলে। সঙ্গে মেহদি হাসান, নাসুম আহমেদ, রিষাদ হোসেইন দলের ভারসাম্য বজায় রাখবেন। টুর্নামেন্টে বাংলাদেশের বোলিং বিভাগের পেস ও স্পিন জুটি তাক লাগাতে পারে।




















