Bangladesh Cricket Team: এশিয়ার কাপের প্রস্তুতি নিতে অভিনব পন্থা, আগুনের উপর হাঁটলেন বাংলাদেশি ক্রিকেটার
Asia Cup 2023: ৩১ অগাস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করবে বাংলাদেশ।
ঢাকা: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2023)। বিশ্বকাপের পূর্বে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার জন্য এশিয়ার দলগুলির কাছে এটি বড় সুযোগ। ইতিমধ্যেই এশিয়া কাপের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। প্রতিটি দলই নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। এরই মাঝে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য এক অভিনব পন্থা নিলেন বাংলাদেশের (Bangladesh Cricket Team) তারকা ক্রিকেটার মহম্মদ নঈম (Mohammad Naim)।
মানসিকভাবে এশিয়া কাপের আগে নিজের প্রস্তুতি সারার জন্য এক বিশেষজ্ঞের অধীনে অনুশীলন সারছেন বাংলাদেশি ক্রিকেটার। সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। সেই ভিডিওতে নঈমকে আগুনের উপর দিয়ে হাঁটতে দেখা যাচ্ছে। সঈফ আমেদ নামক এক ব্যক্তির সোশ্যাল মিডিয়া মারফত এই ভিডিওটি শেয়ার করা হয়। সোশ্যাল মিডিয়ায় বায়োতে তিনি বাংলা টাইগার্স এবং রংপুর রাইডার্সের সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলে নিজেকে দাবি করেছেন।
Naim Sheikh working with a mind trainer ahead of Asia Cup. pic.twitter.com/mkykegJ06p
— Saif Ahmed 🇧🇩 (@saifahmed75) August 18, 2023
প্রসঙ্গত, ২৩ বছর বয়সি ব্যাটার নঈম এই বছরের মার্চেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিজের ওয়ান ডে অভিষেক ঘটিয়েছিলেন। তারপর থেকে তিনি চারটি ম্যাচ খেলেছেন। তিন ইনিংসে তিনি মাত্র ১০ রান করেছেন। তবে তাঁকে ওপেনার হিসাবেই এশিয়া কাপের স্কোয়াডে রেখেছেন বাংলাদেশের নির্বাচকরা। ৩১ অগাস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। এশিয়া কাপে এই বিশেষ ধরনের অনুশীলনের পর মহম্মদ নঈম ব্যাট হাতে সাফল্য পান কি না, এবার সেটাই দেখার বিষয়।
এই টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দিতে দেখা যাবে তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানকে। তামিম ইকবাল বাংলাদেশের নেতৃত্ব ছাড়ার পরেই শাকিবকে অধিনায়ক নির্বাচিত করা হয়। শাকিব এমন একটা সময়ে দলের দায়িত্ব নিলেন, যখন বাংলাদেশের সামনে একাধিক পরীক্ষা। এশিয়া কাপ রয়েছে। সেপ্টেম্বরে রয়েছে ঘরের মাটিতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ। তারপরই বিশ্বকাপ খেলতে ভারতে আসবে বাংলাদেশ। ঢাকায় নিজের বাড়িতে আচমকা একটি সাংবাদিক বৈঠক ডেকে এই ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: রিচার্ডসের শুরু, গাওস্করের শেষের সাক্ষী, চিন্নাস্বামী স্টেডিয়ামের পরতে পরতে ইতিহাস