Mustafizur Rahman: বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস গড়ার দিনেই জীবনের সবচেয়ে বড় উপহার পেলেন মুস্তাফিজুর
Bangladesh Cricket: নাজমুল হোসেন শান্ত এখনও চোট সারিয়ে না ফেরায় আগামী ওয়ান ডে সিরিজে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বাংলাদেশের অধিনায়কত্ব করবেন মেহদি হাসান মিরাজ।
ঢাকা: উত্তাল বাংলাদেশ (Bangladesh Violence)। সে দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার চলছে। জ্বলছে আগুন, চলছে ভাঙচুর। এই অশান্তির আবহর মধ্যেই বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team) ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস গড়েছে। ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টে জিতেছে তারা। ১০১ রানে দ্বিতীয় টেস্ট জয়ের সঙ্গে সঙ্গে সিরিজে ১-১ ব্যবধানে ড্র করেছে টাইগাররা। তবে এরইমধ্যে সবচেয়ে বড় উপহার বোধহয় পেলেন মুস্তাফিজুর রহমন (Mustafizur Rahman)।
৪ ডিসেম্বর নিজের সোশ্য়াল মিডিয়ায় সুখবরের কথা জানিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার। তিনি বাবা হয়েছেন। মুস্তাফিজুরের স্ত্রী এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। ফিজ তাঁর সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন, ''আল্লাহ আশীর্বাদে আমাদের এক পুত্র সন্তান হয়েছে। ছেলে ও মা দুজনেই এই মুহূর্তে সুস্থ। আপনাদের সবার আশীর্বাদ ওদের সঙ্গে রয়েছে। এভাবই পাশে থাকবেন। আশীর্বাদ করবেন।''
Alhamdulillah! By the grace of almighty Allah today we are blessed with a baby boy. 💞 Both baby and mother are doing great. Keep them in your prayers.
— Mustafizur Rahman (@Mustafiz90) December 4, 2024
এর আগে মুস্তাফিজুর বিসিবির কাছে ছুটির আর্জি জানিয়েছিলেন। বিসিবির এক অফিশিয়াল জানিয়েছেন, ''মুস্তাফিজুর আমাদের কাছে ছুটির আর্জি জানিয়েছেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সাদা বলের ফর্ম্য়াটে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজের জন্য ছুটি চেয়েছেন ফিজ। বোর্ডের সবাই বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। ওঁকে জানানো হবে যদি একটি ফর্ম্য়াটের সিরিজে ওঁ খেলতে পারে।''
নাজমুল হোসেন শান্ত এখনও চোট সারিয়ে না ফেরায় আগামী ওয়ান ডে সিরিজে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বাংলাদেশের অধিনায়কত্ব করবেন মেহদি হাসান মিরাজ। টেস্ট সিরিজেও তিনিই নেতৃত্বভার সামলেছিলেন। ওয়ান ডে স্কোয়াডে মুস্তাফিজুরের নাম নেই। তবে আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের বাংলাদেশ স্কোয়াডে ফিজকে দেখা যেতে পারে।
বাংলাদেশে হিন্দুদের ওপর দিন দিন অত্যাচার বাড়ছে। শান্তি ফেরার নামই নেই। এই প্রসঙ্গে কার্তিক মহারাজ বলেছেন,'বাংলাদেশে রোজ হিন্দুদের ওপর হামলা, একের পর এক মন্দির ভাঙচুর। হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে ইউনূস সরকারকে সতর্ক করুন নরেন্দ্র মোদি, বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের ভারতে আশ্রয় দেওয়া হোক, দাবি কার্তিক মহারাজের। এখনও অশান্ত বাংলাদেশ। জ্বলছে ঘরডবাড়ি।কেড়ে নেওয়া হচ্ছে জমি-জমা-চাকরি।কট্টরপন্থীদের হাতে চরম নির্যাতনের শিকার হচ্ছেন হিন্দুরা।