U-19 Asia Cup: দেশে চলছে অরাজকতা, ভারতকে হারিয়ে ড্রেসিংরুমে 'চ্যাম্পিয়ন' গানে নাম বাংলাদেশের ক্রিকেটারদের
India vs Bangladesh: সেই রান তাড়া করতে নেমে ১৩৯ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। আয়ুষ এক ও বৈভব নয় রানে আউট হয়ে যায়। মিডল অর্ডারে সিদ্ধার্থ, কার্তিকেয়ারা শুরুটা ভাল করেও ২০ ও ২১ রানে সাজঘরে ফেরেন।
দুবাই: দেশে অরাজকতা চলছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের অকথ্য অত্যাচার করা হচ্ছে। সমালোচনায় বিদ্ধ হতে চলেছে ইউনূস সরকারকে। এরই মধ্যে আবার মাঠের লড়াইয়েও ভারতকে বেগ দিয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপেরর ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তাসকিন, মিরাজদের উত্তরসূরিরা। ৫৯ রানে ভারতকে হারিয়ে দেওয়ার পরই মাঠেই বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা। শুধু মাঠেই নয়, ড্রেসিংরুমে ফিরেও 'চ্যাম্পিয়ন' গানে ট্রফি জয়ের আনন্দ উদযাপন করেন তরুণ টাইগার ব্রিগেড। যেই ভিডিও ক্লিপ বাংলাদেশ ক্রিকেটের সোশ্য়াল মিডিয়াতেও পোস্ট করা হয়েছে।
ভিডিওতে দেখা যায় একটি মিউজিক সিস্টেম হাতে নিয়ে সবাই মিলে একজোট হয়ে তা উপভোগ করছেন। প্রাক্তন ক্যারিবিয়ান অলরাউন্ডার ও বর্তমানে আইপিএলে কেকেআরের মেন্টর ডোয়েন ব্র্যাভোর বিখ্যাত গান 'চ্যাম্পিয়ন' বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় হয়েছে। অনেক টুর্নামেন্টেই খেতাব জয়ের পরই এই গানে নাচতে দেখা গিয়েছে বিজয়ী দলকে। এবার বাংলাদেশও সেই তালিকা থেকে বাদ গেল না।
View this post on Instagram
রবিবার ম্য়াচে প্রথমে বোলিং করে ভারতীয় বোলাররা কিন্তু বাংলাদেশকে দু'শো রানের গণ্ডিও পার করতে দেয়নি। ৪১ রানেই দুই ওপেনারকে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তবে মিডল অর্ডারে মহম্মদ শিহাব ও রিজ়ান হোসেন প্রতিরোধ গড়ে তোলেন। দুইজনে যথাক্রমে ৪০ ও ৪৭ রান করেন। চতুর্থ উইকেটে ৬২ রান যোগ করেন। আয়ুষ সেই পার্টনারশিপ ভাঙেন। শেষের দিকে ফরিদ ৩৯ রান করে বাংলাদেশকে কোনওক্রমে ১৯৮ রান তুলতে সাহায্য করে।
যদিও সেই রান তাড়া করতে নেমে ১৩৯ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। আয়ুষ এক ও বৈভব নয় রানে আউট হয়ে যায়। মিডল অর্ডারে সিদ্ধার্থ, কার্তিকেয়ারা শুরুটা ভাল করেও ২০ ও ২১ রানে সাজঘরে ফেরেন। অপরপ্রান্তে পরপর উইকেট পড়লেও অধিনায়ক ক্রিজ়ে টিকে থাকার চেষ্টা করেন, দেখেশুনে ইনিংস এগোনোর চেষ্টায় ছিলেন তিনি। তবে ২৬ রানে আউট হন তিনি। হার্দিক ২৪ রানের ইনিংস খেলেন একেবারে শেষের দিকে। তবে শতরানের মধ্যে সাত উইকেট হারিয়ে ফেলার পর জেতাটা কার্যত অসম্ভব ছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।