Viral Video: মুরলি, ওয়ার্নদেরও তাক লাগাবে, অবিশ্বাস্য এই বলই কি শতাব্দীর সেরা?
Cricket: ভাইরাল বলটিকে আকাশ চোপড়া শতাব্দীর সেরা বলের আখ্যা দিয়েছেন আকাশ চোপড়া।
নয়াদিল্লি: কেসিসি টি-টোয়েন্টি চ্যালেঞ্জার্স কাপ নামক টুর্নামেন্টের এক বল গোটা ক্রিকেটবিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। এই টুর্নামেন্টেই কুয়েত ন্যাশনালস বনাম এসবিএস সিসির এক ম্যাচে এক স্পিনারের অবিশ্বাস্য বলকেই 'বল অফ দ্য সেঞ্চুরি'র তকমা দিয়ে দিচ্ছেন আকাশ চোপড়া (Aakash Chopra)।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হওয়া সেই ভিডিওতে এক অফ স্পিনারকে অফস্টাম্পের বাইরে ফ্লাইট দেওয়া একটি বল করতে দেখা যায়। বলটি উইকেটের এতটাই বাইরে ছিল যে ব্যাটারকে কার্যত ষষ্ঠ স্টাম্পে গিয়ে বল মারার চেষ্টা করতে দেখা যায়। কিন্তু বল পিচ হতেই ভোলবদল। কার্যত দুই হাত বল স্পিন করে ব্যাটারের লেগ স্টাম্প উড়িয়ে দেয় বলটি। এই বলটি দেখেই নেটিজেনরা কার্যত হা। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার লোকজন এই ভিডিওটি শেয়ার, রিশেয়ার করেছেন। সেই তালিকায় সামিল পেশাদার ক্রিকেটাররাও।
Ball of the century 😱😱#aakashvani #CricketTwitter pic.twitter.com/GgqTQ0MxzD
— Aakash Chopra (@cricketaakash) February 12, 2024
We've gotta work on this ball next @keshavmaharaj16 😎😅 https://t.co/GiUcorbg3l
— Tabraiz Shamsi (@shamsi90) February 11, 2024
একদিকে ভারতীয় প্রাক্তনী আকাশ চোপড়া যেখানে এই বলটিকে শতাব্দীর সেরা বলের তকমা দিয়ে দিয়েছেন। সেখানে ভিডিওটি দেখে দক্ষিণ আফ্রিকান স্পিনার তাবরেজ শামসি তাঁর সতীর্থ কেশব মহারাজকে ট্যাগ করেছেন। এই রকম বল করার অনুশীলন করার আগ্রহও দেখান তিনি।
কুস্তিতে স্বস্তি
জাতীয় কুস্তির আখড়ায় যেন কিছুটা স্বস্তি ফিরল। ভারতীয় কুস্তি সংস্থার নির্বাসন অবশেষে প্রত্যাহার করল আন্তর্জাতিক কুস্তি নিয়ামক সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (United World Wrestling)।
গত বছর ২৩ আগস্ট কুস্তিগীরদের বিক্ষোভ চলাকালীনই জাতীয় কুস্তি সংস্থার সদস্যপদ খারিজ করে দেয় ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। সঠিক সময়ে নির্বাচন সম্পন্ন করা যায়নি। ফেডারেশনে অচলাবস্থা চলছে, এই অভিযোগে সেসময় ভারতীয় কুস্তি সংস্থার (World Wrestling Fedaration) সদস্যপদ খারিজ করা হয়। ফলে এশিয়ান গেমস খেলতেও সমস্যায় পড়তে হয় ভারতীয় কুস্তিগিরদের। শেষ পর্যন্ত তাঁরা খেলেন ভারতীয় অলিম্পিক সংস্থার ব্যানারে।
আন্তর্জাতিক কুস্তি নিয়ামক (UWW) সংস্থা জানিয়ে দিয়েছে, আগামী ১ জুলাইয়ের আগে নতুন করে অ্যাথলিটস কমিশনে নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে সমস্ত অ্যাথলিটকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। কারও প্রতি কোনওরকম বঞ্চনা করা চলবে না। তাছাড়া ওই নির্বাচনে যেন সক্রিয় অ্যাথলিট বা চার বছরের মধ্যে অবসর নিয়েছেন এই ধরনের অ্যাথলিটরাই অংশ নিতে পারবেন। দ্রুত এ বিষয়ে সঠিক তথ্য দিতে হবে কমিশনকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: বোর্ডের আসন্ন নোটিসের জের! অবশেষে মাঠে ফিরছেন ঈশান কিষাণ?