Sachin Tendulkar: সত্যিই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হচ্ছেন সচিন তেন্ডুলকর? প্রকাশ করা হল বড় বিবৃতি
BCCI: বলাবলি হচ্ছিল, দেশের সমস্ত ক্রীড়া সংস্থার প্রধান যাতে কোনও প্রাক্তন খেলোয়াড়কেই করা হয়, সে ব্যাপারে নাকি নির্দেশ এসেছে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে।

মুম্বই: পদে রজার বিনির মেয়াদ শেষ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) পরবর্তী প্রেসিডেন্ট কে? জোর জল্পনা চলছিল সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) নাম নিয়ে। বলাবলি হচ্ছিল, দেশের সমস্ত ক্রীড়া সংস্থার প্রধান যাতে কোনও প্রাক্তন খেলোয়াড়কেই করা হয়, সে ব্যাপারে নাকি নির্দেশ এসেছে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে। এবং তারপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে ভেসে উঠেছিল মাস্টার ব্লাস্টারের নাম। এ-ও শোনা যাচ্ছিল যে, ভারতীয় ক্রিকেট বোর্ড বকলমে যিনি পরিচালনা করেন, আইসিসি চেয়ারম্যান সেই জয় শাহ ভারতের ইংল্যান্ড সফরের সময় নিজে নাকি সচিনকে বোর্ড প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
সত্যিই কি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হচ্ছেন সচিন? এ ব্যাপারে এবার বিবৃতি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, সম্প্রতি সচিনকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে মনোনীত করা হচ্ছে বলে যে খবর ছড়িয়েছে, তা ভিত্তিহীন। সব জল্পনায় জল ঢেলেছে ভারতীয় বোর্ড।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে যে, এরকম কোনও কথাবার্তাই হয়নি! বোর্ডের বিবৃতিতে লেখা হয়েছে, 'আমাদের নজরে পড়েছে যে শ্রীযুক্ত সচিন তেন্ডুলকরকে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে ভাবা হচ্ছে বা মনোনীত করা হচ্ছে এরকম একাধিক খবর ও জল্পনা। আমরা খুব নির্দিষ্ট করে বলে দিতে চাই যে, এরকম কোনও ঘটনাই ঘটেনি। এরকম জল্পনা থেকে বিরত থাকার জন্য আমরা সকলের কাছে আবেদন করছি।'
এ ব্যাপারে সচিন নিজেও মুখে কুলুপ এঁটেছেন। তাঁর ঘনিষ্ঠ মহলও এ নিয়ে জল্পনা চায় না।
২৮ সেপ্টেম্বর হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সচিব, যুগ্মসচিব ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন হওয়ার কথা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, সচিব পদে দেবজির সাইকিয়া, যুগ্মসচিব পদে রোহন গাউন্স দেশাই ও কোষাধ্যক্ষ পদে প্রভতেজ সিংহ ভাটিয়াই থেকে যাচ্ছেন।




















