BCCI: সর্বোচ্চ গ্রেডই পেলেন রোহিত-বিরাট, বোর্ডের বার্ষিক চুক্তির তালিকায় শ্রেয়স, ঈশান
Indian Cricket: সচেয়ে উল্লেখযোগ্য বোর্ডের চুক্তির তালিকা থেকে গত মরশুমে বাদ পড়লেও এই মরশুমে শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ দুজনকেই তালিকায় রাখা হয়েছে।

মুম্বই: বিসিসিআইয়ের নতুন মরশুমের জন্য বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করল। নতুন তালিকায় শীর্ষ গ্রেড A+-এর তালিকাতেই জায়গা করে নিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে সচেয়ে উল্লেখযোগ্য বোর্ডের চুক্তির তালিকা থেকে গত মরশুমে বাদ পড়লেও এই মরশুমে শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ দুজনকেই তালিকায় রাখা হয়েছে।
গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ক্রিকেটের এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন রোহিত ও বিরাট। রোহিতের অধিনায়কত্বে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপও জিতেছিল। এখন শুধু টেস্ট ও ওয়ান ডে ফর্ম্যাটেই খেলেন ২ অভিজ্ঞ ক্রিকেটার। এই পরিস্থিতিতে দুজনকে আদৌ বোর্ডের বার্ষিক চুক্তির সর্বোচ্চ গ্রেড দেওয়া হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। যদিও সোমবার যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে বিরাট ও রোহিত দুজনেই A+ গ্রেডের অন্তর্ভুক্ত। এই দুজন ছাড়াও রবীন্দ্র জাডেজা ও জসপ্রীত বুমরাকে এই গ্রেডেই রাখা হয়েছে।১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ এই সময়কালের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করা হয়েছে।
View this post on Instagram
এ গ্রেডে রাখা হয়েছে কে এল রাহুল, মহম্মদ সিরাজ, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ ও মহম্মদ শামিকে। বি গ্রেডে ফেরানো হয়েছে শ্রেয়স আইয়ারকে। এই ডানহাতি ব্যাটারকে গত মরশুমের বার্ষিক চুক্তির আওতায় রাখা হয়নি। কারণ তিনি ও ঈশান কিষাণ বোর্ডের নির্দেশ অমান্য করেছিলেন। এই দুজন ঘরোয়া ক্রিকেটও খেলেননি গত মরশুমে। তবে গত এক বছরে শ্রেয়সের পারফরম্য়ান্স জাতীয় দলের জার্সিতে বেশ ধারাবাহিক। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সর্বাধিক রান সংগ্রাহকও ছিলেন।
সি গ্রেডে জায়গা করে নিয়েছেন ঈশান কিষাণ। তিনি যদিও জাতীয় দলের জার্সিতে গত এক বছরে সেভাবে পারফর্ম করার সুযোগ পাননি। তবে তাঁকে রাখা হয়েছে এই গ্রেড। এছাড়াও রিঙ্কু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শার্দূল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণোই, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, কেএস ভরত, প্রসিদ্ধ কৃষ্ণ, অবেশ খান, রজত পাটিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, ঈশান কিষান, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা




















