Bengal Cricket Team: সেমিফাইনালে হেরে বিদায় বাংলার, টানা চার ম্যাচ জিতে নক আউটের আরও কাছে তিতাসরা
BCCI: টানা চার ম্যাচ জিতে মেয়েদের অনূর্ধ্ব ২৩ টি-২০ টুর্নামেন্টের এলিট পর্বে নক আউটে ওঠা কার্যত নিশ্চিত করে ফেলল বাংলা।

কলকাতা: ঘরোয়া ক্রিকেটে বাংলার দিনটা মিশ্রভাবে কাটল। একদিকে যখন পুরুষদের অনূর্ধ্ব ২৩ স্টেট এ ট্রফি এলিটের সেমিফাইনালে তামিলনাড়ুর কাছে হেরে বিদায় নিল ঋদ্ধিমান সাহার প্রশিক্ষণাধীন বাংলা। অন্যদিকে টানা চার ম্যাচ জিতে মেয়েদের অনূর্ধ্ব ২৩ টি-২০ ট্রফি এলিট গ্রুপের নক আউটে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেলল বাংলা।
পুরুষদের অনূর্ধ্ব ২৩ স্টেট এ ট্রফির এলিট পর্বে অপরাজেয় থেকে সেমিফাইনালে গিয়েছিল বাংলা। যে দলের কোচ হিসাবে এই মরশুমেই দায়িত্ব নিয়েছেন ঋদ্ধিমান সাহা। তবে বাংলার ট্রফির স্বপ্ন ভেঙে চুরমার করল তামিলনাড়ু। বাংলার দৌড় থামল সেমিফাইনালেই। শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাকে ১০১ রানে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব ২৩ স্টেট এ ট্রফি এলিটের ফাইনালে পৌঁছে গেল তামিলনাড়ু।
এদিন টস জিতে তামিলনাড়ুকে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলা। ৪৯.৪ ওভারে তামিলনাড়ু তোলে ২৩৮ রান। একটা সময় ম্যাচের রাশ ছিল বাংলার হাতে। ২৪.২ ওভারে ১০৭ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল তামিলনাড়ুর। সেখান থেকে ষষ্ঠ উইকেট জুটিতে ১০৫ রানের পার্টনারশিপ গড়েন মানব পারখ ও সানি। মানব ১১৯ বলে ৯২ ও সানি ৬৬ বলে ৬৩ রান করেন। বাংলার বোলারদের মধ্যে রবি কুমার ৪৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন। দিলশাদ খান ও ইরশাদ আলম ২টি করে উইকেট পেয়েছেন।
রান তাড়া করতে নেমে বাংলা ৩৮.৩ ওভারে ১৩৭ রানে অল আউট হয়ে যায়। অধিনায়ক শশাঙ্ক সিংহ ৫৩ বলে ৪৯ রান করেন। সেটাই দলের সর্বোচ্চ স্কোর। ভি এস কার্তিক মনিকান্দন তিনটি এবং জি গোবিন্দ ও পি ভিগনেশ ২টি করে উইকেট নেন।
টানা চার জয়ে টি-২০-র নক আউটের পথে তিতাসরা
মেয়েদের ক্রিকেটে বাংলার দিনটি ভাল গেল। টানা চার ম্যাচ জিতে মেয়েদের অনূর্ধ্ব ২৩ টি-২০ টুর্নামেন্টের এলিট পর্বে নক আউটে ওঠা কার্যত নিশ্চিত করে ফেলল বাংলা। শনিবার নাগপুরের লেডি অমৃতবাঈ দাগা কলেজ মাঠে রাজস্থানকে ৫৯ রানে হারিয়ে দিল বাংলা। টস জিতে ব্যাট করতে নেমে তিতাস সাধুর নেতৃত্বাধীন বাংলা ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রান তুলেছিল। প্রতিভা মাণ্ডি ৪০ বলে ৫২, সুজাতা দে ২৭ বলে ৩৮ রান করেন।
এরপর ১৬ ওভারে ৭১ রানেই রাজস্থানকে গুটিয়ে দেয় বাংলা। ইয়ানা ভার্মা ১৮ বলে সর্বাধিক ১৫ রানে অপরাজিত থাকেন। রূপাল তিওয়ারি ২১ রানের বিনিময়ে চারটি ও পায়েল ভাখারিয়া ১১ রান খরচ করে তিন উইকেট নেন। একটি করে উইকেট নেন সুস্মিতা গঙ্গোপাধ্যায় এবং পিয়ালি ঘোষ। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বাংলা। সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলার প্রতিপক্ষ জম্মু ও কাশ্মীর।




















