Indian Cricket Team: ঘরোয়া ক্রিকেট দেখতে কেন মাঠে যান না আগরকর? বোর্ডের আজব যুক্তিতে সমালোচনার ঝড়
Ajit Agarkar: বিতর্ক তৈরি হল এক বোর্ড কর্তার কথায়। যিনি আগরকরের মাঠে না যাওয়া নিয়ে আজব যুক্তি দিলেন।

মুম্বই: রঞ্জি ট্রফির সময় তাঁকে কখনও কোনও মাঠে দেখা গিয়েছে বলে অভিযোগ নেই। কলকাতা টেস্টের সময় এসে মহম্মদ শামির বোলিং দেখতে কল্যাণীতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু টেস্ট শেষ হতেই তিনি মুম্বই রওনা হয়ে যান। অজিত আগরকর কেন ঘরোয়া ক্রিকেট দেখতে মাঠে যান না, সেই প্রশ্ন আরও জোরাল হচ্ছে।
এর মাঝেই বিতর্ক তৈরি হল এক বোর্ড কর্তার কথায়। যিনি আগরকরের মাঠে না যাওয়া নিয়ে আজব যুক্তি দিলেন। ঘরোয়া ক্রিকেটে নির্বাচকদের অনুপস্থিতি নিয়ে বোর্ডের ওই কর্তা বলেছেন, 'স্কোর তো এখন অ্যাপেই দেখে নেওয়া যায়।' অ্যাপে স্কোর দেখে ক্রিকেটারদের মূল্যায়ন করা আর মাঠে বসে খেলা দেখার মধ্যে যে আকাশ পাতাল তফাত, কে বোঝাবে ওই কর্তাকে। কোনও ক্রিকেটার কম রান করলেও কীভাবে ব্যাটিং করেছেন, বিপদের সময়ে দলকে উদ্ধার করেছেন কি না, কোন মানের বোলারদের বিরুদ্ধে খেলতে হয়েছে তাঁকে, সব কিছু মিলিয়েই একজন ব্যাটারের মূল্যায়ন হওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একইভাবে কোনও বোলার কোন উইকেটে দাপট দেখিয়েছেন, কোথায় পিচের ফায়দা তুলে পাঁচ উইকেট নিয়েছেন, মাঠে বসে খেলা দেখা না হলে তা বোঝা কার্যত অসম্ভব। তাই ওই বোর্ড কর্তার কথায় তুমুল বিতর্ক।
একটি সংবাদমাধ্যমে ওই বোর্ডকর্তা আরও বলেছেন, 'টেস্টে এই ফলাফল নিয়ে নিশ্চিতভাবেই নির্বাচকদের সঙ্গে কথা বলা হবে। তবে ঘরোয়া ক্রিকেট দেখা নিয়ে বলতে পারি, আজকাল সমস্ত স্কোর অ্যাপেই দেখা যায়।'
সৈয়দ মুস্তাক আলি টি-২০ (Syed Mushtaq Ali T20) ট্রফি চলছে রমরমিয়ে। পরের বছর দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ। তার আগে বিভিন্ন রাজ্য দলের টি-২০ ক্রিকেটারদের একসঙ্গে দেখে নেওয়ার সেরা সুযোগ নির্বাচকদের কাছেও। অথচ ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর কোথায়!
টিম ইন্ডিয়ার প্রত্যেক বিদেশ সফরে নিয়মিতভাবে থাকেন আগরকর। জাতীয় দলের সঙ্গে কার্যত লেপ্টে থাকতে দেখা যায় নির্বাচক প্রধানকে। অথচ ঘরোয়া ক্রিকেটের সেরা টি-২০ টুর্নামেন্টে আগরকরকে কোনও মাঠে দেখা গিয়েছে বলে শোনা যাচ্ছে না। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের এলিট গ্রুপ বি পর্বের খেলা চলছে কলকাতায়। ইডেন গার্ডেন্স ও সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠ মিলিয়ে মোট ২৮টি ম্যাচ খেলা হবে। সেখানে অজিত আগরকর তো দূর অস্ত, জাতীয় নির্বাচক কমিটির কাউকেই চোখে পড়ছে না। যা নিয়ে ক্ষুব্ধ সকলেই।
















