Irani Cup 2025: ব্যর্থ যশ ধূল-সুতারের লড়াই, ১১ বছর পর নজির গড়ে ইরানি কাপ জিতল বিদর্ভ
BCCI Domestic: অবশিষ্ট ভারতের সামনে ৩৬১ রানের লক্ষ্য দিয়েছিল বিদর্ভ । সেই পুঁজি সফলভাবে রক্ষা করলেল বিদর্ভের বোলাররা ।

নাগপুর: ইরানি কাপে (Irani Cup 2025) শেষ হাসি বিদর্ভের । ২০১৪-১৫ সালে শেষ করে দেখিয়েছিল কর্নাটক । সরাসরি ম্যাচ জিতে ইরানি কাপ ঘরে তুলেছিল । তার ১১ বছর পর, ২০২৫-২৬ মরশুমে ফের সরাসরি ম্যাচ জিতে ইরানি কাপে চ্যাম্পিয়ন হল কোনও দল । অবশিষ্ট ভারতকে ৯৩ রানে হারিয়ে ইরানি কাপ জিতল বিদর্ভ ।
অবশিষ্ট ভারতের সামনে ৩৬১ রানের লক্ষ্য দিয়েছিল বিদর্ভ । সেই পুঁজি সফলভাবে রক্ষা করলেল বিদর্ভের বোলাররা । হর্ষ দুবে ৭৩ রানে ৪ উইকেট নেন । ২৬৭ রানে গুটিয়ে যায় অবশিষ্ট ভারতের দ্বিতীয় ইনিংস ।
৩৫/২ স্কোরে রবিবার পঞ্চম দিনের খেলা শুরু করেছিল অবশিষ্ট ভারত । তবে দিনের খেলার শুরুতেই ধাক্কা খায় তারা । ফিরে যান অধিনায়ক রজত পাতিদার । দিনের পঞ্চম ওভারেই অধিনায়ককে হারায় তারা । তারপর থেকে পার্টনারশিপ তৈরি করতে পারেনি অবশিষ্ট ভারত । নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে । দ্রুত ৮০/৫ হয়ে যায় অবশিষ্ট ভারতের স্কোর । দ্রুত ফিরে যান রুতুরাজ গায়কোয়াড় ও ঈশান কিষাণ ।
ষষ্ঠ উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন যশ ধূল ও সারাংশ জৈন । ষষ্ঠ উইকেটে দুজনে মিলে ৫৩ রান যোগ করেন । পার্থ রেখাড়ে সারাংশ জৈনকে পেরালে পঞ্চম দিন লাঞ্চের সময় অবশিষ্ট ভারতের স্কোর দাঁড়ায় ১৫৬/৬ ।
এরপর কিছুক্ষণের জন্য লড়াই করেন ধূল ও মানব সুতার । দুজনে ১০৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন । সাবলীল ব্যাটিং করছিলেন যশ ধূল । একটা সময় মনে হচ্ছিল তিনি সেঞ্চুরি করবেন । কিন্তু ৯২ রান করে যশ ঠাকুরের শিকার হন তিনি । পরের বলেই অংশুল কম্বোজকে ফেরান যশ ঠাকুর ।
𝘾.𝙃.𝘼.𝙈.𝙋.𝙄.𝙊.𝙉.𝙎 🏆
— BCCI Domestic (@BCCIdomestic) October 5, 2025
Congratulations and a round of applause for Vidarbha on winning the Irani Cup for the 3rd Time 🙌@IDFCFIRSTBank | #IraniCup pic.twitter.com/PhqYs8cRwh
তারপরেও লড়াই চালাচ্ছিলেন মানব সুতার (Manav Suthar) । তিনি হাফসেঞ্চুরিও করেন । কিন্তু সঙ্গীর অভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে পারেননি । চা পানের বিরতির আগেই ম্যাচ জিতে নেয় বিদর্ভ । প্রথম ইনিংসে ১৪৩ রান করায় অথর্ব তাইডে ম্যাচের সেরা হয়েছেন।




















