Women's Premier League: বিয়ের মরসুমে মহিলাদের আইপিএল নিলামের জন্য হোটেলেই খুঁজে পাচ্ছে না বোর্ড!
Women's Premier League Auction: ১১ জানুয়ারি নয়াদিল্লি বা ১৩ জানুয়ারি মুম্বইতে মহিলাদের আইপিএল নিলাম আয়োজিত হতে পারে বলে খবর।
মুম্বই: আর মাত্র মাসখানেকের অপেক্ষা, তারপরেই পরের মাস থেকেই সম্ভবত প্রথম মহিলা আইপিএলের (Women's Premier League) আসর বসতে চলেছে। সেই টুর্নামেন্টের দল নির্ধারণ, টিভি স্বত্ব বিক্রি সবই হয়ে গিয়েছে। তবে এখনও অবধি খেলোয়াড়দের নিলামটাই (Women's Premier League Auction) আয়োজন করা সম্ভব হয়নি। শোনা যাচ্ছে ১১ জানুয়ারি নয়াদিল্লি বা ১৩ জানুয়ারি মুম্বইতে মহিলাদের আইপিএল নিলাম আয়োজিত হতে পারে। তবে এই বিষয়ে পাকাপাকিভাবে এখনও কিছুই বলা হয়নি।
হোটেলের সমস্যা
বর্তমানে বিয়ের ভরা মরসুম, আর এই বিয়েবাড়ির মরসুমে নিলামের জন্য উপযুক্ত হোটেলই নাকি খুঁজে পাচ্ছে না ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। রিপোর্ট অন্তত এমনটাই বলছে। এই হোটেল ঠিক করতে না পারাটা নিলাম আয়োজিত না করতে পারার অন্যতম বড় কারণ। শোনা যাচ্ছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই আইপিএলের নিলাম আয়োজিত হতে পারে। এমনটা হলে দলগুলি নিজেদের পরিকল্পনা ও প্রস্তুতি সারার জন্য মাসখানেক সময় পেত। তবে হোটেল না পাওয়ায় বাধ্য হয়েই নিলাম আয়োজনের সেই দিনক্ষণ পিছিয়ে ফেলতে হচ্ছে।
ফ্রাঞ্চাইজিদের অনুরোধ
উপরন্তু, বর্তমানে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এবং মরুশহরের টি-টোয়েন্টি লিগও আয়োজিত হচ্ছে। এই দুই লিগেই আইপিএলের সিংহভাগ ফ্রাঞ্চাইজির দল রয়েছে। তাই বর্তমানে নিলাম আয়োজন হলে, দলের সাপোর্ট স্টাফের অনেকেই এই নিলামে অংশ নিতে পারবেন না। তাই শোনা যাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলি সম্মিলিতভাবেও মহিলাদের আইপিএল নিলামের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিল। প্রসঙ্গত, ৪ থেকে ২৪ মার্চের মধ্যে মুম্বইতেই মহিলাদের আইপিএল আয়োজিত হতে পারে। যদিও এই বিষয়ে সরকারিভাবে বোর্ডের তরফে এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।
বিশ্বজয়ীদের ঘরওয়াপসি
দিনকয়েক আগেই রামধনুর দেশ দক্ষিণ আফ্রিকায় মহিলাদের প্রথম অনুর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC U19 T20 WC) জিতেছে ভারতীয় দল। শেফালি ভার্মার নেতৃত্বাধীন সেই দলের অংশ ছিলেন তিন বঙ্গকন্যা তিতাস সাধু (Titas Sadhu), হৃষিতা বসু (Hrishita Bose) ও রিচা ঘোষ (Richa Ghosh)। গতকালই বিসিসিআইয়ের তরফে আমদাবাদে গোটা দলকে সংবর্ধনা জানিয়েছিলেন সচিন তেন্ডুলকর। এবার ঘরে ফিরলেন বঙ্গকন্যারা।
বিশ্বজয়ের পর ঠিক বদল ঘটল, এই প্রশ্নের জবাবে হৃষিতার সহজ জবাব, 'এর আগে আমায় কেউই চিন্তা না। তবে বিশ্বজয়ের পর এখন লোকজন আমায় চিনেছেন। বদল বলতে এইটুকুই।' অনুর্ধ্ব ১৯ বিশ্বজয় করা হয়ে গিয়েছে। এরপরে পাখির চোখ সিনিয়র দলের হয়ে বিশ্বকাপ জয়। ভারতীয় দল যে এখনও সিনিয়রদের বিশ্বকাপ জেতেনি সেকথা মনে করিয়ে দিলেও হৃষিতা আশা এবার সেই প্রতীক্ষার অবসান ঘটবে। পাশাপাশি নিজের আগামী লক্ষ্যের কথা বলতে গিয়ে তিনি জানান, 'আমাদের পরবর্তী লক্ষ্য আইপিএলে ভাল পারফর্ম করা। এর পাশাপাশি ২০২৫ সালে ভারতে যে সিনিয়রদের বিশ্বকাপ আয়োজিত হবে, সেই বিশ্বকাপ খেলতে চাই এবং জাতীয় দলের হয়ে টুর্নামেন্ট জিততেও চাই।'
আরও পড়ুন: ৩৭ বছরের অপেক্ষার অবসান? কাশ্মীরে আয়োজিত হবে বিশ্বকাপের ম্যাচ?