BCCI Guinness World Record: আইপিএল ফাইনালের সুবাদে গিনেস বুকে নাম তুলল বিসিসিআই
IPL 2022 Final: মোট এক লক্ষ এক হাজার ৫৬৬ জন লোক একসঙ্গে আমদাবাদের স্টেডিয়ামে এ মরসুমের আইপিএল ফাইনাল ম্যাচের সাক্ষী ছিলেন।
নয়াদিল্লি: বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা (BCCI)। রবিবারই (২৭ নভেম্বর) বিসিসিআইয়ের তরফে জানানো হয় এবারের আইপিএল (IPL 2022 Final) ফাইনালে দর্শকদের উপস্থিতির বিচারে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness Book of World Records) নাম তুলেছে বোর্ড। এবারের আইপিএল ফাইনালে গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালসের ম্যাচেই এই রেকর্ড হয়েছে।
ফাইনালে বিশ্বরেকর্ড
যে কোনও টি-টোয়েন্টি ম্যাচে সর্বকালের সর্বাধিক দর্শক আইপিএল ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) উপস্থিত ছিলেন। মোট এক লক্ষ এক হাজার ৫৬৬ জন লোক একসঙ্গে আমদাবাদের স্টেডিয়ামে এ মরসুমের আইপিএল ফাইনাল ম্যাচের সাক্ষী ছিলেন। বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহকে এক বিশ্বরেকর্ড গড়ার স্মারক হাতে তুলে দেওয়া হয়। বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'ভারত গিনেস বিশ্বরেকর্ড গড়েছে, যা সকলের জন্যেই দারুণ গর্বের বিষয়। এটি আমাদের সকল সমর্থকদের উৎসর্গ করা হচ্ছে। তাদের সমর্থন এবং ক্রিকেটের প্রতি অগাধ প্রেমের জন্য। আইপিএল এবং মোতেরা স্টেডিয়ামের জন্য অনেক শুভেচ্ছা।'
View this post on Instagram
ভেস্তে গেল ম্যাচ
আজ হ্যামিলটনে দ্বিতীয় ওয়ান ডেতে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড (IND vs NZ 2nd ODI)। ম্যাচে বিঘ্ন ঘটালেন বরুণদেব। বৃষ্টিতে ভেস্তে গেল দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ। বুধবার (৩০ নভেম্বর) ভারত-নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্যাচে ক্রাইস্টচার্চের হেজলি ওভালে একে অপরের মুখোমুখি হয়।
ম্যাচের ফলফলের জন্য উভয় দলের অন্তত ২০ ওভার খেলার প্রয়োজন ছিল। তবে বৃষ্টির প্রকোপ বাড়ায় তা আর সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়েই ম্যাচ বাতিল করতে হয়। তিন ম্যাচের সিরিজে উইলিয়ামসন ও টম ল্যাথামের ২২১ রানের পার্টনারশিপে ভর করে সাত উইকেটে ম্যাচ হারে ভারত। তাই দ্বিতীয় ম্যাচ ভেস্তে যাওয়ার টিম ইন্ডিয়ার সিরিজ জয়ের আশা আর নেই। তবে অন্তত শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করতে বদ্ধপরিকর হবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: পারফরম্যান্সের পরও একাদশে সুযোগ মিলবে? কী বলছেন শ্রেয়স?