IND vs NZ: পারফরম্যান্সের পরও একাদশে সুযোগ মিলবে? কী বলছেন শ্রেয়স?
Shreyas Iyer Comment: সেই পজিশন যেখানে, বিরাট কোহলি সাধারণত খেলে থাকেন। কিন্তু বিরাট ফিরলে তো ফের রিজার্ভ বেঞ্চেই জায়গা হবে শ্রেয়সের।
![IND vs NZ: পারফরম্যান্সের পরও একাদশে সুযোগ মিলবে? কী বলছেন শ্রেয়স? ‘Players toh aate jaate rahenge’: Shreyas Iyer's stunning reply on competing with seniors for place in India XI IND vs NZ: পারফরম্যান্সের পরও একাদশে সুযোগ মিলবে? কী বলছেন শ্রেয়স?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/25/32726bd121f8b0849d7a9eeeeed24fa5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হ্যামিল্টন: নিউজিল্য়ান্ডের (New Zeland) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের (One Day Series) প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ৪টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে ৭৬ বলে ৮০ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই তরুণ ব্যাটার। প্রথম ম্যাচে তিন নম্বরে নেমেছিলেন তিনি। সেই পজিশন যেখানে, বিরাট কোহলি সাধারণত খেলে থাকেন। কিন্তু বিরাট ফিরলে তো ফের রিজার্ভ বেঞ্চেই জায়গা হবে শ্রেয়সের।
শ্রেয়স বলছেন, ''ভবিষ্যৎ নিয়ে আমি বেশি ভাবতে রাজি নই। নিজের হাতে যা আছে, তা নিয়েই ভাবতে পছন্দ করি। অনুশীলন করে যেতে চাই। নিজের ফিটনেস নিয়ে প্রতিনিয়ত চর্চা করতে ভালবাসি। একটাই মানসিকতা নিয়ে চলতে পছন্দ করি, তা হল যত বেশি সম্ভব নিজের পারফরম্যান্স বজায় রাখা।''
তিনি আরও বলেন, "প্লেয়াররা তো আস আবার চলেও যায়। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখাটাই আসল। যে কোনও সময় ভাল-খারাপ হতেই পারে। শুধু নিজের প্রস্তুতিতে মন দিতে চাই। কী হবে, কী হবে না তা নিয়ে বেশি চিন্তা করি না। নিজেদের সবসময় উদ্বুদ্ধ রাখতে চাই।''
ওয়ান ডে সিরিজে ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ম্যাচ কবে?
আগামীকাল, ২৭ নভেম্বর, রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি আয়োজিত হবে।
কোথায় হবে খেলা?
দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ হবে হ্যামিল্টনের সেডন পার্কে।
কখন শুরু ভারত বনাম নিউজিল্য়ান্ড ম্যাচটি?
ভারতীয় সময় অনুসারে সকাল ৭ থেকে শুরু ম্যাচ। টস হবে তার ৩০ মিনিট আগে, অর্থাৎ ৬.৩০টায়।
কোথায় দেখা যাবে ভারত বনাম নিউজিল্যান্ড এই ম্যাচটি?
ডিডি স্পোর্টসে দেখা যাবে এই ম্যাচটি।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে অ্যামাজন প্রাইম ভিডিওয় লাইভ স্ট্রিমিং হবে।
প্রথম ওয়ান ডে ম্যাচে তিনশোর ওপর রান বোর্ডে তুলেও ম্যাচ জিততে পারেনি ভারত। রান তাড়া করতে নেমে দ্রুত তিন উইকেট হারালেও উইলিয়ামসন ও ল্যাথামের ব্য়াটিং পার্টনারশিপের ওপর ভর করে শেষে জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল নিউজিল্য়ান্ড। ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল কিউয়ি শিবির। আগামীকাল যদি ভারতীয় দল হেরে যায় দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও, তবে সিরিজেও তারা হেরে যাবে।
আরও পড়ুন: নেমার নয়, ভিনিসিয়াসের ওপর ব্রাজিলের সাফল্য নির্ভরশীল, দাবি তিন প্রধানে খেলা কিংবদন্তির
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)