Virat Kohli: বিরাটকে নেতৃত্ব দিতে রাজি ছিল বিসিসিআই? শেষে কী হল ...?
Indian Cricket Team: ৩৬ বছরের অভিজ্ঞ ক্রিকেটারকে নাকি বোর্ডের তরফে আভাস জানানো হয়েছিল ২০২৪-২৫ বর্ডার গাওস্কর ট্রফির সময়ে টেস্টে ফের নেতৃত্বভার দেওয়া হতে পারে।

মুম্বই: টেস্ট ফর্ম্য়াটে দেশের সেরা অধিনায়ক তিনি। ৬৮ ম্য়াচে নেতৃত্ব দিয়ে ৪০ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিলেন। কিন্তু টেস্ট চ্য়াম্পিয়নশিপ (Test Championship) তো অবশ্যই, এমনকী কোনও আইসিসি ট্রফিই (ICC Trophy) জিততে পারেননি অধিনায়ক হিসেবে। ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছিলেন। এরপর কিছুদিন আগে হঠাৎ করে টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছেন। এই পরিস্থিতিতে কানাঘুষো শোনা যাচ্ছিল যে রোহিত শর্মা টেস্ট থেকে সরে দাঁড়ানোর পর বিরাট নাকি এই ফর্ম্য়াটে নেতৃত্বভার ফিরে পেতে চাইছিলেন। এও শোনা যাচ্ছে যে বিসিসিআই নাকি বিরাটের ইচ্ছে মেনে নেওয়ার জন্যও রাজি হয়েছিল। যদিও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে ফেলা হয়।
৩৬ বছরের অভিজ্ঞ ক্রিকেটারকে নাকি বোর্ডের তরফে আভাস জানানো হয়েছিল ২০২৪-২৫ বর্ডার গাওস্কর ট্রফির সময়ে টেস্টে ফের নেতৃত্বভার দেওয়া হতে পারে। রোহিত শর্মার নেতৃত্বে গোলাপি বলের টেস্টে অ্য়াডিলেডে হারের পরই এই নিয়ে আলোচনা হয় বোর্ডের অন্দরমহলে। কিন্তু অস্ট্রেলিআ সফরে নিজেও পারথ টেস্টে শতরান বাদ দিয়ে কিছুই করতে পারেননি বিরাট। যার জন্য পরে নাকি বোর্ড কর্তাদেরও মোহভঙ্গ হয় এই বিষয়ে। তার মধ্য়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মাটিতে অফস্টাম্পের বাইরে খোঁচা দিয়ে বিরাটর বারবার আউট হওয়ায় বিরক্ত ছিলেন নির্বাচকরা।
এদিকে বিরাটের অবসর ইস্যুতে মুখ খুললেন রবি শাস্ত্রী। সঞ্জনা গণেশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিরাট কোহলির টেস্ট থেকে অবসর নেওয়ার প্রায় এক সপ্তাহ আগে তিনি তাঁর সঙ্গে কথা বলেছিলেন। রবি শাস্ত্রী বলেছেন, 'ও নিজের সিদ্ধান্ত নিয়ে স্পষ্ট ছিল যে, টেস্ট ক্রিকেটের জন্য ও নিজের পক্ষ থেকে সবকিছুই করে ফেলেছে । বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা টেস্ট অধিনায়ক ছিল । ৬৮টি ম্যাচে অধিনায়কত্ব করে ৪০টি ম্যাচে জয় এনে দিয়েছিল। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মহেন্দ্র সিং ধোনি।'
রবি শাস্ত্রী জানিয়েছেন, বিরাট কোহলি তাঁকে বলেছিলেন, 'আমার কোনও অনুতাপ নেই ।' রবি শাস্ত্রী আরও বলেছেন, 'আমি ওকে এক-দুটি ব্যক্তিগত প্রশ্ন করেছিলাম এবং ও সরাসরি উত্তর দিয়েছিল যে, আমার মনে কোনও সন্দেহ নেই ।' রবি শাস্ত্রী বলেছেন, 'এই কথা থেকে আমার মনে হয়েছিল এটাই ঠিক সময় । বিরাটের মন ওর শরীরকে বুঝিয়ে দিয়েছে যে, এখান থেকে চলে যাওয়ার এটাই ঠিক সময় ।'




















