Rohan Jaitley: বিরাট ব্যবধানে হার তৃণমূল সাংসদের, দিল্লি ক্রিকেট সংস্থার মসনদে অরুণ জেটলি-পুত্রই
DDCA President Election: ক্রিকেট প্রশাসনের নির্বাচনে ডাহা ফেল করলেন। দিল্লি ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট পদে বিরাট ব্যবধানে হেরে গেলেন কীর্তি আজাদ (Kirti Azad)।
নয়াদিল্লি: রাজনীতির ময়দানে তিনি দুঁদে প্রার্থীদেরও পায়ের তলার জমি কেড়ে নিয়েছেন। গত লোকসভা নির্বাচনে আসানসোল-দুর্গাপুর কেন্দ্রে বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)-কে হারিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের টিকিটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ তিনি।
তবে ক্রিকেট প্রশাসনের নির্বাচনে ডাহা ফেল করলেন। দিল্লি ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট পদে বিরাট ব্যবধানে হেরে গেলেন কীর্তি আজাদ (Kirti Azad)। তাঁকে হারিয়ে প্রেসিডেন্ট পদে থেকে গেলেন রোহন জেটলি (Rohan Jaitley)। যিনি প্রয়াত রাজনীতিবিদ ও ক্রিকেট প্রশাসক অরুণ জেটলির (Arun Jaitley) পুত্র।
দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট সংস্থার নির্বাচনে অভিজ্ঞ ক্রিকেট প্রশাসক রোহন জেটলি জিতলেন। তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা কপিল দেবের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য কীর্তি আজাদকে বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হলেন রোহন। যিনি মোট ২৪১৩ ভোটের মধ্যে ১৫৭৭ ভোট পেয়েছেন। কীর্তি পেয়েছেন মাত্র ৭৭৭ ভোট। মঙ্গলবার ভোটগণনা হয়। তারপরই জানা যায়, মসনদে থাকছেন রোহনই।
তবে শুধু প্রেসিডেন্ট পদেই নয়, অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও জিতেছে রোহন জেটলির গোষ্ঠীই। রাকেশ কুমার বনশল ও সুধীর কুমার আগরওয়ালকে বড় ব্যবধানে হারিয়ে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন শিখা কুমার। সচিব হয়েছেন অশোক শর্মা। কোষাধ্যক্ষ পদে জিতেছেন হরিশ সিঙ্গলা। যুগ্ম-সচিব পদে জিতেছেন অমিত গ্রোভার।
২০২০ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিল্লি ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট হয়েছিলেন রোহন। পরের বছর আইনজীবী বিকাশ সিংহকে হারিয়ে পুনর্নির্বাচিত হন তিনি। প্রসঙ্গত, ১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লি ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট ছিলেন অরুণ জেটলিও।
গত সপ্তাহে বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ তুলেছিলেন কীর্তি। দাবি করেছিলেন, বোর্ডের থেকে পাওয়া ১৪০ কোটি টাকার সামান্যই ক্রিকেটের জন্য খরচ করেছে দিল্লি। এও অভিযোগ করেছিলেন যে, ফ্লাডলাইট বসাতে ১৭ কোটি ৫০ লক্ষ টাকা খরচ করেছে দিল্লি ক্রিকেট সংস্থা, যেখানে অনেক বড় মাঠ আমদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে সাড়ে সাত কোটি টাকায় একই কাজ হয়েছে। ১৯ কোটি টাকা খরচ করে আটটি লিফট তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন কীর্তি। যদিও ভোটের যুদ্ধে তাঁর সেই সব দাবি টিকল না।
আরও পড়ুন: আচমকা অবসর ঘোষণা কেকেআরে খেলা ক্রিকেটারের, মাত্র ৩১ বছর বয়সে!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।