Rajiv Shukla: বয়সের গেরোয় সরতে হবে রজার বিনিকে, কে হচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট?
BCCI: সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ভারতীয় বোর্ডের সভাপতি হন রজার বিনি। ২০২২ সাল থেকে দায়িত্বে রয়েছেন তিনি। বিনির আমলেই ভারত টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। ভারতের হয়ে ২৭টি টেস্ট খেলেছেন বিনি।

মুম্বই: সুপ্রিম কোর্ট নিযুক্ত লোঢা কমিটির সুপারিশ মেনে আমূল বদলে ফেলা হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) গঠনতন্ত্র। সেই সময় একাধিক নতুন নিয়ম চালু করা হয়েছিল। যার মধ্যে অন্যতম হল, কারও বয়স সত্তর বছর হয়ে গেলে তিনি আর ভারতীয় বোর্ডের পদাধিকারী থাকতে পারবেন না।
সেই নিয়মে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে কপিল দেবের বিশ্বকাপজয়ী দলের সদস্যকে? সেরকমই খবর। যা নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটে।
কিন্তু আচমকা এমন কী হল?
ঘটনা হচ্ছে, আগামী ১৯ জুলাই ৭০ বছর পূর্ণ করতে চলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি (Roger Binny)। বোর্ডের নিয়ম অনুযায়ী, ৭০ বছরের পর আর সভাপতি পদে থাকা যায় না। সেই কারণেই সরে যেতে হবে ১৯৮৩ সালে কপিলের বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটারকে।
শোনা যাচ্ছে, রজার বিনি দায়িত্ব ছাড়ার পর আপাতত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব সামলাবেন রাজীব শুক্ল। যিনি এখন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট। সেপ্টেম্বর মাসে বোর্ডের বার্ষিক সাধারণ সভা রয়েছে। তখন রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, রজার বিনি দায়িত্ব ছাড়ার পর বোর্ডের বার্ষিক সাধারণ সভা পর্যন্ত সময়ে কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব সামলাবেন রাজীব শুক্ল। সেপ্টেম্বর মাসে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় নতুন প্রেসিডেন্ট হিসাবেও তিনিই মনোনীত হতে পারেন। তবে এখনও এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
शिरडी साईं बाबा के दर्शन का सौभाग्य मिला । pic.twitter.com/WNBNEl6jzg
— Rajeev Shukla (@ShuklaRajiv) June 1, 2025
সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ভারতীয় বোর্ডের সভাপতি হন রজার বিনি। ২০২২ সাল থেকে দায়িত্বে রয়েছেন তিনি। বিনির আমলেই ভারত টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। ভারতের হয়ে ২৭টি টেস্ট খেলেছেন বিনি।
অন্যদিকে, রাজীব শুক্ল দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত । তিনি এর আগে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন । ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত আইপিএলের প্রধান ছিলেন তিনি । বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি । অভিজ্ঞ রাজনীতিবিদ এবং প্রাক্তন সাংবাদিক হিসেবে শুক্লর বিশাল অভিজ্ঞতা । রাজীব শুক্ল জুলাই মাসের প্রথম দিকে রজার বিনির স্থলাভিষিক্ত হতে পারেন বলে খবর । আপাতত রাজীব শুক্লর বয়স ৬৫ বছর ।




















