Vijay Hazare Trophy: বিদর্ভকে ৩ উইকেটে হারিয়ে বিজয় হাজারে ট্রফিতে জয় বাংলার
Bengal vs Vidarbha: রান তাড়া করতে নেমে ৪৮.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছে বাংলা। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ বলে ৭১ রানের ইনিংস খেলেন শাহবাজ আহমেদ।

রাজকোট: ৩৮৩ রানের বিরাট লক্ষ্যমাত্রা ছিল বাংলার সামনে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বিজয় হাজারে ট্রফিতে বিদর্ভের বিরুদ্ধে ৩ উইকেটে জয় ছিনিয়ে নিল বাংলা। ৭ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে নিল বাংলা। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল বাংলা। বিদর্ভ ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান বোর্ডে তুলেছিল। বিদর্ভের হয়ে ১২৫ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন ধ্রুব শোরে ও আমন মোখাড়ে ৯৯ বলে ১১০ রান করেন। বাংলার বোলারদের মধ্যে মহম্মদ শামি ১০ ওভারে ৬৫ রান খরচ করে ২ উইকেট পান। আমির গণি ১০ ওভারে ৮০ রান খরচ করে ২ উইকেট নেন।
রান তাড়া করতে নেমে ৪৮.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছে বাংলা। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ বলে ৭১ রানের ইনিংস খেলেন শাহবাজ আহমেদ। এছাড়া অভিষেক পোড়েল ও অভিমন্য়ু ঈশ্বরণ জুটিতে ১১.৫ ওভারে ১০৩ রান বোর্ডে তুলেছিল। অভিষেক নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। অভিমন্যুর ব্যাট থেকে বেরিয়েছে ১০টি বাউন্ডারি।
ঘরামি ৮টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৪৯ বলে ৬৮ রান করেন। অনুষ্টুপ মজুমদার ৩৫ বলে ৩৩, সুমন্ত গুপ্ত ৯ বলে ১২, করণ লাল ১১ বলে ৫ রান করেন। আকাশ দীপ ২টি করে চার ও ছয়ের সাহায্যে ২৪ বলে ৩৮ ও আমির গণি ৫ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। দুটি করে উইকেট নেন যশ ঠাকুর, নচিকেত ভুটে ও পার্থ রেখাড়ে।
বিজয় হাজারে ট্রফিতে শতরান হাঁকালেন বিরাট কোহলি। ১৫ বছর পর বিজয় হাজারে টুর্নামেন্টে খেলতে নেমে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ৮৩ বলে শতরান পূরণ করে ফেললেন কিং কোহলি। লিস্ট এ ক্রিকেটে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান হাঁকিয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি ৬০টি শতরান করেছিলেন। বিরাটের ৫৮ তম শতরান হয়ে গেল। মাস্টারের রেকর্ড কি অক্ষত থাকবে? না কি এখানেও কিছুদিনের মধ্য়ে বিরাট দখল নেবেন?
প্রথমে ব্যাটিং করতে নেমে নীতীশ রেড্ডির অন্ধ্র প্রদেশ ৮ উইকেট হারিয়ে ২৯৮ রান বোর্ডে তুলেছিল। রোহিতও এদিন সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তার কিছুক্ষণ পরেই বিরাটও শতরান পূরণ করেন। ৮৩ বলে শতরান পূরণ করা বিরাট শেষ পর্যন্ত ১০১ বলে ১৩১ রানের ইনিংস খেলে প্যাভিলিয়ন ফেরেন। নিজের ইনিংসে ১৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। রানা ৭৭ রান করেন। তবে ততক্ষণে দিল্লির জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ৩৭.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দি




















