Bengal Pro T20: ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে জয়ী মালদা, প্রথম জয় পেল মনোজের হারবার ডায়মন্ডস
Eden Gardens: বেঙ্গল প্রো টি-২০ লিগে (Bengal Pro T20) শুক্রবার ইডেনে (Eden Gardens) পরপর দুটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ময়দান।

কলকাতা: বেঙ্গল প্রো টি-২০ লিগে (Bengal Pro T20) শুক্রবার ইডেনে (Eden Gardens) পরপর দুটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ময়দান। প্রথম ম্যাচে শ্রাচী রাঢ় টাইগার্সকে ডাকওয়ার্থ লুইস নিয়মে মাত্র ১ রানে হারাল সোবিস্কো স্ম্য়াশার্স মালদা। সন্ধ্যার ম্যাচে মুর্শিদাবাদ কিংসকে ৫ উইকেটে হারাল হারবার ডায়মন্ডস। বেঙ্গল প্রো টি-২০ লিগে মনোজ তিওয়ারিদের হারবার ডায়মন্ডসের এটা প্রথম জয়।
প্রথমে ব্যাট করে শ্রাচী রাঢ় টাইগার্স নির্ধারিত ২০ ওভারে ১৭১/৭ তুলেছিল। ৩৬ বলে ৫১ রান করেন কাজি জুনেইদ সইফি। সায়নশেখর মণ্ডল ৩৩ ও গৌরব চৌহান ২৮ রান করেন। বল হাতে ঈশান পোড়েল নজর কাড়লেন। ফিটনেস নিয়ে দীর্ঘ সমস্যায় ছিলেন। ঈশান বেঙ্গল প্রো টি-২০ লিগে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন। এদিন ২৩ রানে নিলেন ৩ উইকেট। অখিল ২৯ রানে নিলেন ৩ উইকেট।
জবাবে সোবিস্কো স্ম্য়াশার্স মালদা ১৫.৩ ওভারে ১২৬/৪ অবস্থায় তাকাকালীন বৃষ্টি নেমে খেলা বন্ধ হয়ে যায়। টানা বৃষ্টিতে ম্যাচ আর শুরু করা যায়নিয ডাকওয়ার্থ লুইস নিয়মে ১ রানে জয়ী হয় সোবিস্কো স্ম্য়াশার্স মালদা। শুভম দে ৪৩ ও গীতিময় বসু ৪২ রান করেন।
দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল হারবার ডায়মন্ডস ও মুর্শিদাবাদ কিংস। সেই ম্যাচে হারবার ডায়মন্ডস ৫ উইকেটে হারায় মুর্শিদাবাদ কিংসকে। টুর্নামেন্টে এটা হারবার ডায়মন্ডসের প্রথম জয়। কারণ, গত মরশুমে সব ম্যাচেই হেরেছিল হারবার ডায়মন্ডস। ১৪৮ তাড়া করতে নেমে চন্দ্রহাস দাশ ৫১ বলে ৬১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। মনোজ এদিন নেমেছিলেন পিঠে ছেলের নাম লেখা জার্সি পরে। ফের বল হাতে নজর কাড়লেন মুর্শিদাবাদ কিংসের সৈয়দ ইরফান আফতাব। ম্যাচ হারলেও ৩টি উইকেট নেন তিনি। ১৯তম ওভারে দুই উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে দিময়েছিলেন। শেষ ওভারে দীপাঞ্জন মুখোপাধ্যায় ম্যাচ জেতান বাউন্ডারি মেরে।
শুক্রবার মহিলাদের বিভাগে প্রথম ম্যাচে শ্রাচী রাঢ় টাইগার্স ৩১ রানে হারায় সোবিস্কো স্ম্যাশার্স মালদাকে। প্রথমে ব্যাট করে রাঢ় টাইগার্স তুলেছিল ১০৮/৯। জবাবে স্ম্যাশার্স মালদা ১৫.৩ ওভারে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ম্যাচে রশ্মি মেদিনীপুর উইজার্ডস ৬ উইকেটে হারায় অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সকে। প্রথমে ব্যাট করে হাওড়া তোলে ১৩৩/৯। ১০ বল বাকি থাকতে মাত্র ৪ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় মেদিনীপুর।




















