Bengal Pro T20: পরপর ২ ম্য়াচ জিতে সেমিফাইনালের দৌড় জমিয়ে দিল শিলিগুড়ি, শীর্ষে কলকাতা, ইডেনে বোলারদের দাপট
Eden Gardens: শনিবার মহিলাদের বিভাগে মুর্শিদাবাদ কুইন্সকে ১১ রানে হারিয়ে দিয়েছে সোবিস্কো স্ম্যাশার্স মালদা। শিলিগুড়ি স্ট্রাইকার্সকে ২ উইকেটে হারিয়েছে হারবার ডায়মন্ডস।

কলকাতা: প্রথমে মুর্শিদাবাদ কিংস। তারপর হারবার ডায়মন্ডস। পরপর দুই ম্যাচ দিতে বেঙ্গল প্রো টি-২০ লিগে (Bengal Pro T20 League) সেমিফাইনালে ওঠার দৌড়ে ঢুকে পড়ল সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স।
দলের অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ম্যাচের আগেই জানিয়েছিলেন, তাঁদের হারানোর কিছু নেই। যে কারণে চাপমুক্ত হয়ে মাঠে নামবেন। চাপমুক্ত থাকলে যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে শিলিগুড়ি স্ট্রাইকার্স, শনিবার ইডেনে তা প্রমাণিত হয়ে গেল। ইডেনে অনুষ্টুপ মজুমদারের নেতৃত্বাধীন শিলিগুড়ি স্ট্রাইকার্স পাঁচ উইকেটে হারাল মনোজ তিওয়ারির হারবার ডায়মন্ডসকে। প্রথম চারে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকতে হারবার ডায়মন্ডস ম্যাচটি ছিল শিলিগুড়ি স্ট্রাইকার্সের কাছে মরণ-বাঁচন লড়াই। মুর্শিদাবাদের পরে হারবার ডায়মন্ডসকে হারাল শিলিগুড়ি স্ট্রাইকার্স। পরপর দুই জয় পেয়ে গোটা শিবির চনমনে।
ইডেনে শনিবার দুপুরে টস জিতে হারবার ডায়মন্ডস অধিনায়ক মনোজ তিওয়ারি ব্যাট করার সিদ্ধান্ত নেন। এই ম্যাচেও শিলিগুড়ি স্ট্রাইকার্স দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দিলেন বাঁহাতি স্পিনার রাজু হালদার এবং নুরউদ্দিন মণ্ডল। ৩৮ রানে তিন উইকেট নিয়েছেন নুরউদ্দিন। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১৩টি উইকেট তাঁর ঝুলিতে। তবে চমকে দিলেন রাজু হালদার। বাবাকে হারানোর শোক বুকে নিয়ে খেলছেন রাজু। তাঁর বাঁহাতি স্পিন হারবার ডায়মন্ডসকে বিপাকে ফেলে দেয়। ১৭ রানে তিন উইকেট নিয়েছেন রাজু।
হারবার ডায়মন্ডসের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান মনোজ তিওয়ারির। তিনি ২৩ বলে দুটি বাউন্ডারি এবং একটি বিশাল ছক্কার সাহায্যে ৩৫ রান করে নুরউদ্দিন মণ্ডলের বলে আউট হন। দ্বিতীয় সর্বোচ্চ রান ওপেনার বিশাল ভাট্টির (৩৪)। আট উইকেটে ১৪২ রানে শেষ হয় হারবার ডায়মন্ডসের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শিলিগুড়ি স্ট্রাইকার্স ১৭.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। চার রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় শিলিগুড়ি। এই অবস্থায় দলকে নির্ভরতা দেন অনুষ্টুপ। তিনি ৩৩ বলে ৩২ রান করেন। চার নম্বরে ব্যাট করতে নেমে মারকুটে ব্যাটিং করলেন লোকেশ গেইত। তিরিশ বলে তিনটি বিশাল ছক্কা এবং দুটো বাউন্ডারিতে সাজানো লোকেশের ৪২ রানের ইনিংস। শুভম চট্টোপাধ্যায়ের ১৮ বলে অপরাজিত ২৬, তরুণ গোদারার অপরাজিত ২১ বলে ২৯ রান শিলিগুড়ি স্ট্রাইকার্সের টানা জয় নিশ্চিত করে দেয়। এই জয়ের ফলে ছয় পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এল সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স।
দিনের দ্বিতীয় ম্যাচে সোবিস্কো স্ম্যাশার্স মালদাকে ৭৩ রানে হারিয়েছে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। প্রথমে ব্যাট করে কলকাতা টাইগার্স তোলে ১৬৭/৪। ২৭ বলে ৪৪ রান সন্দীপ তোমরের। মুকেশ কুমার ২৯ রানে ২ উইকেট নেন। জবাবে ১৫.৫ ওভারে মাত্র ৯৪ রানে অল আউট হয়ে যায় স্ম্যাশার্স মালদা। সায়ন ঘোষ ৪টি ও কর্ণ লাল ৩টি উইকেট নেন। জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রইল কলকাতা টাইগার্স।
শনিবার মহিলাদের বিভাগে মুর্শিদাবাদ কুইন্সকে ১১ রানে হারিয়ে দিয়েছে সোবিস্কো স্ম্যাশার্স মালদা। শিলিগুড়ি স্ট্রাইকার্সকে ২ উইকেটে হারিয়েছে হারবার ডায়মন্ডস।



















