Shikhar Dhawan: ক্যামেরার সামনেই হাতাহাতি দুই তারকার! থামাতে হল শিখর ধবনকে
Indian Cricket Team: প্রাক্তন বিগ বস প্রতিযোগী রজত দালাল এবং আসিম রিয়াজ একটি লাইভ শো চলাকালীন জড়িয়ে পড়েন তুমুল হাতাহাতিতে । থামালেন শিখর ধবন।

মুম্বই: তাঁকে বলা হয়, মিস্টার আইসিসি (ICC) । ভারতীয় দলের (Team India) জার্সিতে আইসিসি টুর্নামেন্টে তিনি মাঠে নামলেই ব্যাট হাতে জ্বলে উঠতেন বলে ।
সেই শিখর ধবন (Shikhar Dhawan) হয়তো স্বপ্নেও ভাবেননি যে, তাঁকে আসরে নামতে হবে দুজনের মারামারি আটকাতে!
প্রাক্তন বিগ বস প্রতিযোগী রজত দালাল এবং আসিম রিয়াজ একটি লাইভ শো চলাকালীন জড়িয়ে পড়েন তুমুল হাতাহাতিতে । প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধবন এবং রুবিনা ডায়ালিককেও সেখানে বসে থাকতে দেখা গিয়েছে । দুজনের হাতাহাতি শুরু হতেই শিখর ধবন লড়াই থামাতে উদ্যত হন । রজত ও রিয়াজকে আটকাতে দেখা যায় দিল্লির প্রাক্তন বাঁহাতি ক্রিকেটারকে ।
লাইভ শো চলাকালীন হাতাহাতির এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । রজত দালাল অবশ্য কখনওই বিতর্কমুক্ত নন । এর আগেও তাঁর বিরুদ্ধে মারামারি করার অভিযোগ উঠেছে । তিনি প্রায়শই বিভিন্ন কারণে সংবাদ শিরোনামে থাকেন । বিগ বস সিজন ১৩ খ্যাত আসিম রিয়াজও একাধিক বিতর্কে জড়িয়েছেন । ঠোঁটকাটা স্বভাবের জন্যই তিনি পরিচিত ।
বিগ বসের পরে আসিম রিয়াজ রোহিত শেট্টির শো খতরোঁ কি খিলাড়িতে অংশ নিয়েছিলেন । সেখানে তিনি একজন সহকর্মী প্রতিযোগীর সঙ্গে ঝগড়া করেছিলেন বলে জানা যায় । এই ঘটনার ফলে তাঁকে অনুষ্ঠান থেকে বহিষ্কার করা হয় । অন্যদিকে, বিগ বস-এ প্রবেশের আগেই রজত দালাল বিতর্কের জন্য পরিচিত হয়ে উঠেছিলেন ।
রজত দালাল এবং আসিম রিয়াজ দুজনই ব্যাটলগ্রাউন্ড নামে অ্যামাজন এমএক্স প্লেয়ারে প্রিমিয়ার হওয়া একটি রিয়ালিটি শোয়ের অংশ । সেই লাইভ শো চলাকালীন তাঁদের মধ্যে তর্ক শুরু হয় । দ্রুত হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা । যদিও লড়াইয়ের সঠিক কারণ জানা যায়নি । অনেকে মনে করেন যে, গোটা ঘটনা মজা করে হয়েছে । আবার কারও কারও মতে, এটা প্রচার পাওয়ার কৌশল ।
Kalesh b/w #RajatDalal and #AsimRiaz at a press conference pic.twitter.com/AKFh1jness
— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 29, 2025
মারামারির ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে । ভক্তরা বিভক্ত হয়ে অনেকে প্রশ্ন করেছেন যে, কী কারণে এই ধরনের তীব্র মারামারি শুরু হয়েছিল দুজনের? কেউ কেউ মনে করছেন, পুরনো শত্রুতার জেরেই হাতাহাতি দুই তারকার ।



















