Border-Gavaskar Trophy: বর্ডার-গাওস্কর ট্রফির মাঝেই দলের অন্দরে বিভেদ! মুখ খুললেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স
Australian Cricket Team: প্রথম টেস্ট চলাকালীনই জশ হ্যাজেলউডের এক মন্তব্যে অস্ট্রেলিয়ান দলে বিভেদের জল্পনা শোনা যায়।
অ্যাডিলেড: পারথে পরাজিত হয়ে পাঁচ ম্যাচের বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) ১-০ পিছিয়ে গিয়েছে অস্ট্রেলিয়ান দল। এই ম্যাচের মাঝেই অস্ট্রেলিয়ান (Australian Cricket Team) শিবিরের অন্দরমহলে বিভেদের কানাঘুষো শোনা যাচ্ছে। এবার সেই জল্পনায় জল ঢাললেন প্যাট কামিন্স (Pat Cummins)।
প্রথম টেস্ট চলাকালীনই দলের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল তারকা অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জশ হ্যাজেলউড। তিনি দলের ব্যর্থতার দায়ভার ব্যাটারদের দিকেই ঠেলে দেন। এরপরেই অজ়ি শিবিরের অন্দরমহল নিয়ে প্রশ্ন উঠতে থাকে। দ্বিতীয় টেস্টের আগে প্যাট কামিন্সকে এই বিষয়ে প্রশ্ন করা হলে অজ়ি অধিনায়ক জানান দল একেবারে একত্রিত রয়েছে। বরং ধারাভাষ্যকাররাই জিনিসটার ভুল অর্থ বের করেছেন। পাশাপাশি কামিন্সের দাবি দলের কেউই এইসব গুজবের খুব একটা কান দেয় না।
তিনি বলেন, 'দলের সকলেই খুব ভাল রয়েছে। কয়েকজন ধারাভাষ্যকার বিষয়টি সম্পূর্ণ ভুল বুঝেছেন। দলের সকলেই সকলের পাশে রয়েছে এবং প্রতিটি ম্যাচের আগে আমরা যেমনভাবে প্রস্তুতি সারি, তেমনভাবেই এই ম্যাচের আগেও প্রস্তুতি সেরেছি। দলের সকলেই খুব আনন্দে রয়েছে। তাই এইসব নিয়ে আমরা খুব একটা ভাবছি না।'
প্রসঙ্গত, ম্যাচ শুরু হতে এখনও দিন দু'য়েক বাকি রয়েছে। তবে আগেভাগেই কিন্তু অ্যাডিলেডে দিন রাতের টেস্টের জন্য নিজেদের দল ঘোষণা করে দিয়েছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ান দল। পারথ টেস্টের একাদশের থেকে অ্যাডিলেডে একটিই বদল ঘটিয়েছে অস্ট্রেলিয়া, তাও আবার বাধ্য হয়েই। সাইড স্ট্রেনের জন্য দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গিয়েছেন হ্যাজলউড। তাঁর পরিবর্তে স্কট বোল্যান্ডের কাঁধে থাকবে অস্ট্রেলিয়ার তৃতীয় পেসারের দায়িত্ব। কামিন্স ও মিচেল স্টার্কের সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের পরীক্ষা নেবেন বোল্যান্ড।
কামিন্স একাদশ ঘোষণা করে বলেছেন, 'স্কটির মতো কেউ সরাসরি একাদশে এলে খুবই আনন্দিত হবে।' মিচেল মার্শের খেলা নিয়েও সংশয় ছিল। তাঁর পিঠে চোট রয়েছে। তবে কামিন্স জানিয়েছেন, অস্ট্রেলিয়া দলের মেডিক্যাল টিম মার্শের খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। সেই কারণে একাদশে রাখা হয়েছে মার্শকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আসন্ন আইপিএলে ফের আরসিবির নেতৃত্বে কোহলি? ডিভিলিয়ার্সের সুরেই ইঙ্গিত অশ্বিনেরও