IND vs AUS: ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে অ্যাডিলেডে কেমন হতে পারে অজি একাদশ? বেছে নিলেন বিশ্বজয়ী অজি অধিনায়ক
Border Gavaskar Trophy: অজি প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি সমালোচনার শিকার হতে হচ্ছে মার্নাস লাবুশেনকে। প্রথম ইনিংসে ২ ও দ্বিতীয় ইনিংসে ৩ রান করেছিলেন পারথে।
অ্য়াডিলেড: পারথ টেস্টে লজ্জার হার। অস্ট্রেলিয়া ক্রিকেটে হঠাৎ করেই সমালোচনার ঝড় উঠেছে। নিজেদের ঘরের মাঠে সফরকারী দলের বিরুদ্ধে এত বড় ব্যবধানে হার সত্যিই ভাবতেই পারছেন না প্রাক্তন অজি ক্রিকেটাররাও। ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের শুরুতেই টিম ইন্ডিয়া যে ধাক্কা দিয়েছে ক্যাঙ্গারু বাহিনীকে, তা থেকে ঘুরে দাঁড়াতে ইতিমধ্যেই দ্বিতীয় টেস্টের স্কোয়াডে কিছু পরিবর্তন করা হয়েছে। স্কট বোল্যান্ড ও জস ইংলিশ দুই ক্রিকেটারকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে।
সেক্ষেত্রে গোলাপি বলের টেস্টে কি অজি একাদশে পরিবর্তন করা হবে কিছু? প্রাক্তন বিশ্বজয়ী অজি অধিনায়ক রিকি পন্টিং আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে অবশ্য জানিয়ে দিলেন যে অ্য়াডিলেড টেস্টের জন্য একাদশে পরিবর্তন করা উচিত না অস্ট্রেলিয়ার। তিনি বলেন, ''আমার মনে হয় গোলাপি বলের টেস্টের জন্য একাদশে কোনও পরিবর্তন করা হঠাৎ করে উচিৎ নয়। দলের প্রত্যেকে চ্য়াম্পিয়ন প্লেয়ার। তাই প্রত্যেকের ওপর বিশ্বাস বজায় রাখা উচিৎ। হয়ত আগের ম্য়াচে অনেকেই ফ্লপ করেছে। কিন্তু প্রত্যেকেই কিন্তু নিজেদের দিনে ম্য়াচ জেতানো প্লেয়ার। তাই বিশ্বাস রাখা উচিৎ প্রথম টেস্টে খেলা একাদশের প্লেয়ারদের ওপরই।''
অজি প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি সমালোচনার শিকার হতে হচ্ছে মার্নাস লাবুশেনকে। প্রথম ইনিংসে ২ ও দ্বিতীয় ইনিংসে ৩ রান করেছিলেন পারথে। বিশ্বের প্রাক্তন ১ নম্বর টেস্ট ব্যাটারের ধারাবাহিক ফ্লপ পারফরম্যান্স দীর্ঘদিন ধরেই চলছে। কিন্তু পন্টিং অবশ্য় লাবুশেনকে বসানোয় নারাজ। তিনি বলছেন, ''আমি মনে করি মার্নাস ঠিক রানের মধ্যে ফিরবে। পারথে বিশ্বমানের বোলিং লাইন আপের সামনে কিছুটা অপ্রস্তুত মনে হয়েছে ওকে ঠিকই। কিন্তু সিরিজে অনেকগুলো ম্য়াচ বাকি রয়েছে। তাই এখনই ওর মত একজন বিশ্বমানের ব্যাটারকে বসানোটা উচিৎ নয়।''
লাবুশেনে আস্থা রেখেছেন অজ়ি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও। তিনি বলেন, 'কেরিয়ারে চড়াই, উতরাই তো সবার থাকে। সেটা খেলোয়াড়দের জীবনের অঙ্গ। ও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং নিঃসন্দেহে বাইরের অনেকে ওকে সমালোচনায় বিদ্ধও করছেন। তবে আমদের বিশ্বাস ছন্দে থাকা মার্নাস লাবুশেন এমন একজন ক্রিকেটার যাকে আমাদের দলের ভীষণ প্রয়োজন। আমরা বিশ্বাস করি যে ও দ্রুতই পুরো বিষয়টা বদলে ফেলতে সক্ষম হবে।' পাশাপাশি অ্যাডিলেডে অজ়ি দল সম্পর্কে কোচ ম্যাকডোনাল্ড ঘোষণা করেন, 'এই সাজঘরে (পারথে) যারা ছিল, তারাই আবার অ্যাডিলেডেও দলের সাজঘরে থাকবে।'