Border-Gavaskar Trophy: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলবেন শ্রেয়স? কবে ফিরছেন বুমরা?
Shreyas Iyer: পিঠের চোটের কারণে প্রথম টেস্ট খেলতে পারেননি শ্রেয়স। তাঁর বদলে ভারতীয় একাদশে সুযোগ পেয়েছিলেন সূর্যকুমার যাদব।
![Border-Gavaskar Trophy: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলবেন শ্রেয়স? কবে ফিরছেন বুমরা? Border-Gavaskar Trophy: Shreyas Iyer unlikely to play 2nd test, Jasprit Bumrah miss entire series, claim report Border-Gavaskar Trophy: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলবেন শ্রেয়স? কবে ফিরছেন বুমরা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/14/747041290db104899e4e4c39226114431676348397642507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: দাপটের সঙ্গে প্রথম ইনিংস ও ১৩২ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) ১-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। এরপর শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে আয়োজিত হবে দ্বিতীয় টেস্ট। সেই ম্য়াচে কি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ভারতীয় একাদশে ফিরবেন? উত্তর সম্ভবত না।
শ্রেয়সের রিহ্যাব অব্যাহত
পিঠের চোটের কারণে প্রথম টেস্ট খেলতে পারেননি শ্রেয়স। দ্বিতীয় টেস্টের আগে তিনি ভারতীয় দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছিল। তবে একাধিক রিপোর্ট অনুযায়ী শ্রেয়স এখনও পুরোপুরি ফিট নন এবং বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই তিনি নিজের রিহ্যাব চালাচ্ছেন। টিম ম্যানেজমেন্ট তাঁকে এত দ্রুত সরাসরি টেস্ট ম্যাচ খেলানোর ঝুঁকি নেবে কি না, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
আইয়ার সোশ্যাল মিডিয়ায় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের অনুশীলন করার বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন বটে। তিনি এস রজনীকান্তর অধীনেই নিজের অনুশীলন সারছেন। প্রায় মাসখানেক মাঠের বাইরে রয়েছেন শ্রেয়স। তাই চোট সারিয়ে ফিরেই তাঁকে পাঁচদিনের ম্যাচে মাঠে নামনো হবে না বলেই শোনা যাচ্ছে। অপরদিকে, যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) ফিটনেস নিয়েও জল্পনা অব্যাহত। তিনি প্রথম দুই টেস্টে ভারতীয় দলে ছিলেন না। বাকি সিরিজেও তাঁর সুযোগ পাওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
কবে ফিরবেন বুমরা?
চার ম্যাচের টেস্ট সিরিজ পরেই অজিদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে নামবে টিম ইন্ডিয়া। সাম্প্রতিক খবর অনুযায়ী, সেই সিরিজেও হয়তো বুমরাকে খেলানোর ঝুঁকি নেওয়া হবে না। এই বছরেই দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের আসর বসতে চলেছে। আবার বর্ডার-গাওস্কর ট্রফিতে অজিদের হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার হাতছানি রয়েছে ভারতীয় দলের সামনে। ৭ জুন থেকে ১১ জুন পর্যন্ত আয়োজিত সেই ম্যাচে মাঠে নামার যোগ্যতা অর্জন করলে বুমরা ভারতের বড় হাতিয়ার হতে পারেন। এইসব দিকে নজর রেখেই বুমরার ক্ষেত্রে সম্ভবত ধীরে চলো নীতি অনুসরণ করতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ইনদওরে তৃতীয় টেস্ট
আগেই পূর্বাভাস মিলেছিল। এবার বোর্ডের পক্ষ থেকেও সরকারিভাবে জানিয়ে দেওয়া হল। বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় টেস্ট ধর্মশালার বদলে আয়োজিত হবে ইনদওরে। পর্যাপ্ত পরিকাঠামো ও আসন সংখ্যার অভাবে ধরমশালা থেকে সরিয়ে নেওয়া হল ম্যাচটি। আগামী ১ মার্চ থেকে শুরু হওয়ার কথা তৃতীয় টেস্ট। প্রথমে সূচি অনুযায়ী ধর্মশালায় হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু এই স্টেডিয়ামের পুণনির্মানের পর তা এখনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী না বলে মনে করা হয়েছিল। ইন্দোর ছাড়াও ব্যাক আপ ভেনু হিসেবে রয়েছিল পুণে, রাজকোট, বিশাখাপত্তনম। উল্লখ্য, গত ফেব্রুয়ারিতে ধর্মশালায় শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত। সেটিই ছিল শেষবার এই মাঠে কোনও ক্রিকেটের আসর।
আরও পড়ুন: ইতিহাসের সাক্ষী থাকার হাতছানি, রঞ্জি ফাইনালের জন্য অভিনব উদ্যোগ সিএবির
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)