Ranji Trophy 2023 Final: ইতিহাসের সাক্ষী থাকার হাতছানি, রঞ্জি ফাইনালের জন্য অভিনব উদ্যোগ সিএবির
Ranji Trophy Final: ১৯৮৯-৯০ সালে বাংলার রঞ্জি জয়ী মরসুমের পর এই প্রথমবার আবার ঘরের মাঠে ফাইনালে মাঠে নামার সুযোগ পাচ্ছে বাংলা দল।
কলকাতা: সেমিফাইনালে মধ্যপ্রদেশকে হারিয়ে রঞ্জি ট্রফির ফাইনালে (Ranji Trophy 2023 Final) নিজেদের জায়গা পাকা করেছে মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন বাংলা দল। ২০১৯-২০ সালের রঞ্জি মরসুমে শেষবার রঞ্জির ফাইনালে উঠলেও, সৌরাষ্ট্রের বিরুদ্ধে হেরে খালি হাতেই ঘরে ফিরতে হয়েছিল বাংলা দলকে। এবারও ফাইনালে প্রতিপক্ষ অবশ্য একই হলেও ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলার সুযোগ পাবে বাংলা। সেই ম্যাচের জন্য অভিনব উদ্যোগ নিল বঙ্গ ক্রিকেট সংস্থা সিএবি (CAB)।
ইতিহাসের সাক্ষী থাকার হাতছানি
১৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে শুরু হবে বাংলা-সৌরাষ্ট্রের খেতাবি লড়াই। সেই ম্যাচে মনোজ তিওয়ারিদের হয়ে গলা ফাটানোর জন্য বঙ্গ ক্রিকেটপ্রেমীরা বিনামূল্যেই ক্রিকেটের নন্দন কাননে প্রবেশ করতে পারবন। সোমবার সিএবির তরফে জানানো হয় ফাইনাল ম্যাচে ইডেনের বেশ কিছু ব্লকে দর্শকরা কোনও অর্থ ব্যয় না করেই প্রবেশ করতে পারবেন। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly) জানান, 'ক্লাব হাউসের দুই পাশের বি, সি ব্লক এবং কে, এল ব্লক সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে যাতে তাঁরা মাঠে এসে ঘরের দলের হয়ে গলা ফাটাতে পারেন। আমরা চাই যাতে দর্শকরা বিপুল পরিমাণে মাঠে এসে দলের জন্য গলা ফাটান, দলকে সমর্থন জানান।'
বি ও সি ব্লকে তিন ও চার এবং কে, এল ব্লকে ১৪ এবং ১৭ গেট নিয়ে অনুরাগীরা মাঠে প্রবেশ করতে পারবেন। প্রসঙ্গত, ১৯৮৯-৯০ সালে বাংলা শেষবার রঞ্জি ট্রফি জিতেছিল। সেইবারও ঘটনাক্রমে ইডেনেই রঞ্জি ফাইনালের আসর বসেছিল। ৩২ বছর পর আবারও সেই ইডেনেই খেতাব জয়ের হাতছানি। মনোজ তিওয়ারিরা খেতাব জিততে পারেন কি না, এখন সেটাই দেখার। খেতাব জয়ের জন্য বাংলা দল কতটা বদ্ধপরিকর তা কিন্তু অধিনায়ক মনোজ তথা কোচ লক্ষ্মীরতন শুক্ল কথাতেই স্পষ্ট।
লক্ষ্যে স্থির কোচ, অধিনায়ক
সেমিফাইনাল জয়ের পর মনোজ বলেন, 'দলের অন্দেরর পরিবেশটা খুবই ভাল। খেলোয়াড়রা দারুণ পারফর্ম করছে এবং সব পরিস্থিতিতেই একে অপরের পাশে রয়েছে। দলের সকলেই ফাইনালে পৌঁছতে পেরে নিঃসন্দেহে দারুণ খুশি। তবে সকলের লক্ষ্য স্থির। রঞ্জি ট্রফি জয়টা একটা দারুণ কৃতিত্ব এবং সিএবির পতাকা সকলের উপরে তোলার জন্য আমরা দলের সবাই বদ্ধপরিকর।'
ফাইনালে পৌঁছনোর পর বাংলা কোচ বলেন, 'এখনও আমাদের অনেকটা দূরে যেতে হবে। এখনও দল বলার মতো তেমন কিছুই করেনি, যার জন্য আমরা উচ্ছ্বাসে ভাসব। আমি এটুকুই বলতে পারি যে দলের সকলে বেশ ভাল খেলছে এবং অধিনায়ক মনোজ তিওয়ারি একদম সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে।'
আরও পড়ুন: বাংলার বিরুদ্ধে খেলবেন রঞ্জি ফাইনাল, ভারতীয় দল থেকে ছাড়া হল উনাদকাটকে