NZ vs AUS: চাপের মুখে জ্বলে উঠলেন গ্রিন, দ্বিতীয় শতরানে হয়ে উঠলেন অস্ট্রেলিয়ার ত্রাতা
Cameron Green: ক্যামেরন গ্রিন নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ১৫৫ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেন
ওয়েলিংটন: পড়শি নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ডেভিড ওয়ার্নার-পরবর্তী টেস্ট জমানার সূচনা করল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ম্যাচের আগে ওপেনার স্টিভ স্মিথ এবং সদ্য অবসর নেওয়া নীল ওয়াগনার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও, ওয়েলিংটনে প্রথম দিনশেষে শিরোনাম কেড়ে নিলেন ক্যামেরন গ্রিন (Cameron Green)। সিরিজ়ের প্রথম ম্যাচের (NZ vs AUS) প্রথম দিনেই চাপের মুখে অনবদ্য শতরান হাঁকিয়ে অস্ট্রেলিয়ার ত্রাতা হয়ে উঠলেন তিনিই।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউয়ি অধিনায়ক টিম সাউদি। ব্যাটে নেমে অস্ট্রেলিয়ার হয়ে স্টিভ স্মিথ ও উসমান খাওয়াজা শুরুটা ভালই করেছিলেন। দুইজনে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। স্মিথকে ৩১ রানে ফিরিয়ে প্রথম ধাক্কাটি দেন ম্যাট হেনরি। ৬১ রানে প্রথম উইকেট হারানোর পর ২৮ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। ৩৩ রানে হেনরির বলেই আউট হন আরেক ওপেনার উসমান খাওয়াজা। মার্নাস লাবুশেন ও ট্র্যাভিস হেডও রান পাননি। উভয়েই ব্যক্তিগত এক রানের মাথায় সাজঘরে ফেরেন।
৮৯ রানে চার উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়ান দলের হয়ে পাল্টা লড়াই চালানো শুরু করেন দুই অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও মিচেল মার্শ। শতাধিক স্ট্রাইক রেট নিয়ে ব্যক্তিগত ৪০ রানে মার্শ আউট হলেও, গ্রিন কিন্তু নিজের উইকেট ছুড়ে দিয়ে আসেননি। বরং পরিপক্কতার পরিচয় দিয়ে ক্রিজ আঁকড়ে পড়ে থাকেন তিনি। দিনের শেষ ওভারে আসে তাঁর কেরিয়ারের দ্বিতীয় টেস্ট শতরান। ইনিংসের ১৬তম চার মেরে শতরান পূরন করেন গ্রিন। দিনশেষে ১০৩ রানে অপরাজিত থাকেন গ্রিন। ২৪ বছর বয়সি তারকার দুরন্ত শতরানে ভর করেই প্রথম টেস্টের প্রথম দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর নয় উইকেটের বিনিময়ে ২৭৯ রান।
চ্যালেঞ্জিং পিচে অনবদ্য শতরান হাঁকিয়ে গ্রিনের গলায় সন্তোষ। দিনের খেলাশেষে তিনি বলেন, 'আমরা দলগতভাবে যে জায়গায় ছিলাম, সেই পরিস্থিতিতে শতরান হাঁকিয়ে নিঃসন্দেহে ভালই লাগছে। পিচটা কিন্তু বেশ কঠিনই ছিল এবং এই পিচে একজনের টিকে থাকাটা অত্যন্ত জরুরি ছিল। সেই ব্যক্তিটি আমি হওয়ায় খুবই ভাল লাগছে। লড়াই করে মোটামুটি লড়াই করার মতো জায়গায় দলকে পৌঁছে দেওয়ার অনুভূতিটা খুবই ভাল।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: মরশুম শুরুর আগেই নিজের দায়িত্ব হারালেন ক্রুণাল, লখনউয়ের নতুন সহ-অধিনায়ক কে?