Lucknow Super Giants: মরশুম শুরুর আগেই নিজের দায়িত্ব হারালেন ক্রুণাল, লখনউয়ের নতুন সহ-অধিনায়ক কে?
IPL 2024: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারিই দলের সহ-অধিনায়ক বদলের কথা ঘোষণা করেছে লখনউ সুপার জায়ান্টস।
![Lucknow Super Giants: মরশুম শুরুর আগেই নিজের দায়িত্ব হারালেন ক্রুণাল, লখনউয়ের নতুন সহ-অধিনায়ক কে? Lucknow Super Giants change vice captain Nicholas Pooran gets nod in place of Krunal Pandya Lucknow Super Giants: মরশুম শুরুর আগেই নিজের দায়িত্ব হারালেন ক্রুণাল, লখনউয়ের নতুন সহ-অধিনায়ক কে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/29/2dccf1df2dac8cafc573d9b2a49d9b1a1709208508189507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ: আর দিনকয়েক বাকি। মার্চের ২২ তারিখ থেকেই শুরু হয়ে যাবে আইপিএলের (IPL 2024) মহারণ। এ মরশুমে দুই ধাপ এগোনোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। নতুন মরশুমের বদলেছে কোচ, লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীরও ফ্র্যাঞ্চাইজি ছেড়েছেন। মরশুম শুরুর আগে বদল অব্যাহত। দলের সহ-অধিনায়কও বদলে ফেলা হল। ক্রুণাল পাণ্ড্যর (Krunal Pandya) বদলে দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন নিকোলাস পুরান (Nicholas Pooran)।
গত মরশুমে কেএল রাহুল চোটের জেরে টুর্নামেন্টের মাঝপথে ছিটকে যাওয়ার পর ক্রণালই লখনউকে নেতৃত্ব দিয়েছিলেন। দল নাগাড়ে দ্বিতীয় মরশুমে আইপিএলের প্লে-অফেও পৌঁছেছিল। তবে খেতাব আসেনি। এবার নতুন উদ্যমে ফের একবার খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবে লখনউ। সেই লক্ষ্যেই মরশুম শুরুর আগে বদলের পালা অব্যাহত। ক্রুণালের বদলে পুরানকে দলের সহ-অধিনায়ক ঘোষণা করার কথা এক সোশ্যাল মিডিয়া পোস্ট মারফত লখনউয়ের তরফে করা হয়। লখনউ নিজের সোশ্যাল মিডিয়ায় রাহুল ও পুরানের একটি ছবি পোস্ট করে লেখেন, 'কেএল রাহুল (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ অধিনায়ক), এই মরশুমটা ইতিমধ্যেই বিশেষ বলে মনে হচ্ছে।'
KL Rahul (C)
— Lucknow Super Giants (@LucknowIPL) February 29, 2024
Nicholas Pooran (VC)
This season feels special already 💙 pic.twitter.com/367JTTeSHL
লখনউয়ের শেয়ার করা ছবিতে অধিনায়ক রাহুলকে পুরানের হাতে ২৯ নম্বর জার্সি তুলে দিতে দেখা যাচ্ছে, যার নীচে লেখা ভিসি অর্থাৎ ভাইল ক্যাপ্টেন বা সহ-অধিনায়ক। এর আগে অধিনায়কত্বের অভিজ্ঞতাও রয়েছে পুরানের। তিনি ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের হয়ে নেতৃত্ব তো দিয়েছেনই, পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে পুরানের। আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতেও পুরান এমআই এমিরেটসকে নেতৃত্ব দিয়েছেন। লিডারশিপ গ্রুপে পুরানের আগমন লখনউয়ের ভাগ্যবদল ঘটায় কিনা এখন সেটাই দেখার।
প্রসঙ্গত, এ মরশুমে অধিনায়ক রাহুলকে শুরু থেকে লখনউয়ের জার্সিতে খেলতে দেখতে পাওয়ার সম্ভাবনা থাকলেও, খেলবেন না ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার মার্ক উড। মার্ক উডের বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলিং সেনসেশন শামার জোসেফকে দলে নেওয়া হয়েছে। সূত্রের খবর, ৩ কোটি দরে লখনউতে যোগ দিচ্ছেন শামার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: সফল হয়েছে অস্ত্রোপ্রচার, শামির ফিটনেস নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)