Champions Trophy 2025: সেমিফাইনালে কোন ফর্মুলায় অস্ট্রেলিয়া-বধ সম্ভব? ইনিংস বিরতিতে বলে দিলেন জাডেজা
India vs Australia: যে মাঠে ২৪০ রানও লড়াকু স্কোর, ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বল পড়ে এমন মন্থর গতিতে আসছে যে, শট খেলা যাচ্ছে না, সেই মাঠেই প্রথমে ব্যাট করে ২৬৪ রান তুলে দিল অস্ট্রেলিয়া ।

দুবাই: যে মাঠে ২৪০ রানও লড়াকু স্কোর, ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বল পড়ে এমন মন্থর গতিতে আসছে যে, শট খেলা যাচ্ছে না, সেই মাঠেই প্রথমে ব্যাট করে ২৬৪ রান তুলে দিল অস্ট্রেলিয়া । চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সেমিফাইনালে ভারতের সামনে অগ্নিপরীক্ষা । ফাইনালের টিকিট নিশ্চিত করতে ২৬৫ রানের লক্ষ্যপূরণ করতে হবে টিম ইন্ডিয়াকে । অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে প্যাট কামিন্স, মিটেল স্টার্কের মতো মহারথীরা নেই । তাই বলে কি ভারতের লড়াই সহজ হবে? বিশেষজ্ঞরা অন্তত সেরকম মনে করছেন না ।
ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) অবশ্য মনে করেন, দুবাইয়ে মঙ্গলবার যে উইকেটে ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচ হচ্ছে, তা আগের তিন ম্যাচের পিচের চেয়ে অনেকটাই আলাদা । জাডেজা নিজে বল হাতে মঙ্গলবারও নজর কেড়েছেন । ৮ ওভারে একটি মেডেন সহ মাত্র ৪০ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট ।
অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হওয়ার পর ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে জাডেজা বলেছেন, 'আগের ম্যাচের চেয়ে উইকেট অনেক ভাল । বল খুব বেশি ঘুরছে না । আমাদের শুরুটা ভাল হওয়া দরকার । যদি প্রথম দশ ওভারে বিচক্ষণ ক্রিকেট খেলতে পারি, তা হলে কোনও সমস্যাই হবে না ।'
আরও পড়ুন: স্মিথ-ক্যারির লড়াই, ফাইনালে ওঠার জন্য কত রানের পিছনে ছুটতে হবে ভারতকে?
Excellent bowling and fielding display this from #TeamIndia!
— BCCI (@BCCI) March 4, 2025
Australia 252/8 with two overs to go
Updates ▶️ https://t.co/HYAJl7biEo#INDvAUS | #ChampionsTrophy pic.twitter.com/uBc2nlgt6q
অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন জাডেজা । বলেছেন, 'স্মিথ ও লাবুশেন খুব ভাল ব্যাটিং করছিল । আমি শুধু স্টাম্প লক্ষ্য করে বোলিং করে গিয়েছি । সৌভাগ্যক্রমে আমরা রান আটকে রাখতে ও উইকেট তুলতে সক্ষম হয়েছি ।'
তবু, আশঙ্কা কাটছে না ভারতীয় ক্রিকেটপ্রেমীদের । চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) সেমিফাইনালে টস জিতে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৪৯.৩ ওভারে অল আউট হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া । তবে তার আগে তারা তুলে দিয়েছে ২৬৪ রান । সৌজন্যে, স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারির দুরন্ত ইনিংস ।
আরও পড়ুন: ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিলাম, চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই বিরাট স্বীকারোক্তি কে এল রাহুলের




















