India vs New Zealand: ফিটনেস টেস্টে পাশ রোহিত, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে কারা পেলেন সুযোগ?
Champions Trophy: পাকিস্তান ম্যাচে যে একাদশ খেলেছিল, তার নিরিখে ভারতীয় দলে একটি পরিবর্তন হল। যা দেখে অনেকে বেশ অবাকও।

দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল। মাঠের মধ্যে খোঁড়াতেও দেখা গিয়েছিল তাঁকে। তারপর থেকেই সংশয় ছিল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি খেলতে পারবেন কি না।
তবে দুবাইয়ে রবিবার গ্রুপ এ-র শেষ ম্যাচের আগেই মেঘ কেটে গেল। ফিটনেস টেস্টে পাশ করে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। খানিক পর টস করতেও নেমে পড়লেন। ভারতের বিরুদ্ধে অবশ্য টসে জিতল নিউজ়িল্যান্ড। এবং ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার।
পাকিস্তান ম্যাচে যে একাদশ খেলেছিল, তার নিরিখে ভারতীয় দলে একটি পরিবর্তন হল। যা দেখে অনেকে বেশ অবাকও। কারণ, পেসার হর্ষিত রানার পরিবর্তে ভারতীয় একাদশে সুযোগ দেওয়া হল বরুণ চক্রবর্তীকে। যার অর্থ, নিউজ়িন্যান্ডের বিরুদ্ধে কার্যত চার স্পিনারে নামছে ভারত। কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেলের সঙ্গে বরুণ। একমাত্র পেসার হিসাবে রয়েছেন মহম্মদ শামি। দ্বিতীয় পেসারের দায়িত্ব পাল করবেন হার্দিক পাণ্ড্য।
পাকিস্তান ম্যাচের পর থেকেই জল্পনা চলছিল যে, রোহিত হয়তো গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবেন না। বলাবলি হচ্ছিল, গ্রুপের শেষ ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। যদিও রোহিতই টস করলেন। ফিটনেস টেস্টে পাশ করতেই স্বস্তি ভারতীয় শিবিরে।
টস হেরে প্রথমে ব্যাটিং করতে হবে ভারতকে। রোহিত বললেন, 'আমরা প্রথমে ব্যাট করে নেওয়ার কথাই ভেবেছিলাম। দেখে নিতে চেয়েছিলাম প্রথমে ব্যাটিং করে কেমন করি। কারণ, আগের দুটো ম্যাচেই রান তাড়া করেছি। আগের ম্যাচগুলোয় যে মানসিকতা নিয়ে নেমেছিলাম, সেভাবেই খেলব। একই জিনিস মেনে এগব।' তারপরই রোহিত বলেন, 'হর্ষিতকে আমরা বিশ্রাম দিয়েছি। বরুণ খেলছে। আগের দুই ম্যাচে ১৯ উইকেট তুলেছি আমরা। আমাদের স্পিনাররা চাপ তৈরি করছে। পেসাররা উইকেট নিচ্ছে।'
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।
নিউজ়িল্যান্ডের একাদশ: উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ডারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপ্স, মাইকেল ব্রেসওয়েল, মিটেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন ও উইলিয়াম ওরুখ।
আরও পড়ুন: আইপিএল বয়কটের ডাক! গোটা বিশ্বকে ভারতের বিরুদ্ধে একজোট হতে বলছেন পাকিস্তানের কিংবদন্তি




















