Champions Trophy 2025: পাকিস্তানের বিরুদ্ধে দুইয়ে দুই, দুবাইয়ের মাঠে ভারতীয় ক্রিকেট দলের অতীত পারফরম্যান্স কেমন?
Indian Cricket Team: ভারতীয় দল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখনও পর্যন্ত মোট ছয়টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন।

দুবাই: মাঝে মাত্র একটা দিন। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে ভারতীয় দল (Indian Cricket Team) এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) অভিযান শুরু করতে চলেছে। এবারের মেগা টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান। তবে ভারতীয় দল পাকিস্তানে সফর করবে না। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের শীলতাই এর কারণ বলে ধরে নেওয়া হচ্ছে। রোহিত বাহিনী সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়েই গোটা টুর্নামেন্ট খেলবে। এমনকী রোহিতরা নক আউটে পৌঁছলে সেই ম্যাচগুলিও হবে দুবাইয়েই। এই মাঠে ভারতীয় দলের রেকর্ড কেমন?
ভারতীয় দল কিন্তু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট মাঠে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে। টিম ইন্ডিয়া এই মাঠে ৫০ ওভারের ফর্ম্যাটে মোট ছয়টি ম্যাচ খেলেছে। এর মধ্যে পাঁচটি ম্যাচেই জয় পেয়েছে ভারত, ড্র হয়েছে একটি ম্যাচ। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ ম্যাচে আগে এই রেকর্ড কিন্তু টিম ইন্ডিয়াকে ভরসা জোগাবে। এরপরেই ২৩ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের অতীত পরিসংখ্যান কিন্তু মেন ইন ব্লুর পক্ষেই। পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচে মুখোমুখি হয়ে দুই ম্যাচেই জয় পেয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল স্পিন নির্ভরশীল বোলিং আক্রমণ নিয়ে মরুদেশে পাড়ি দেয়েছে। তবে দুবাই স্টেডিয়াম কিন্তু ঐতিহাসিকভাবে বোলারদেরই সহায়তা করেছে। তবে সময়ের সঙ্গে ব্যাটিং সহায়ক পিচের ফলে রানের পরিমাণও বেড়েছে। কিন্তু রিপোর্ট অনুযায়ী, এই টুর্নামেন্টের আগে দুবাইয়ে দুইটি নতুন পিচ প্রস্তুত করা হয়েছে যা পরিস্থিতি বদলে দিতে পারে। এই মাঠে মোট ৫৮টি ওয়ান ডে ম্যাচ খেলা হয়েছে। দুবাইয়ের মাঠে
দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলের জয়ের সংখ্যা কিন্তু বেশি।
মোট ৫৮টি ওয়ান ডের মধ্যে ৩৪ বার প্রথমে বোলিং করা দল ম্যাচ জিতেছে। আর ২২ বার প্রথমে ব্যাট করা দল ম্যাচ শেষে জয়ের হাসি হেসেছে। এবার দেখার ভারতীয় দল এখানে কেমন পারফর্ম করে। অতীতে দুইবার (২০০২ সালে যুগ্মভাবে) চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। ২০১৭ সালে ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে পরাস্ত হয় টিম ইন্ডিয়া। রোহিত বাহিনী সেই হতাশা পিছনে ফেলে তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলবে, এমনটাই আশা করছেন ভারতীয় দলের অনুরাগীরা।
আরও পড়ুন: কেবলই গুজব, জল্পনা সত্ত্বেও ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে উপস্থিত পাকিস্তানের নাম
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
