Champions trophy 2025: কেবলই গুজব, জল্পনা সত্ত্বেও ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে উপস্থিত পাকিস্তানের নাম
Indian Cricket Team: সোমবারই বিসিসিআইয়ের তরফে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলের জার্সি পরে তারকা ক্রিকেটারদের ফটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions trophy 2025) শুরুর আর দিনকয়েক অবশিষ্ট রয়েছে। তার আগে অবশেষে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি সরকারিভাবে প্রকাশ্য এল। টুর্নামেন্টের জন্য টিম ইন্ডিয়ার ফটো সেশনের হেডশটের বিভিন্ন ছবি বিসিসিআইয়ের তরফে তাদের সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়।
সোমবারই বিসিসিআইয়ের তরফে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলের জার্সি পরে তারকা ক্রিকেটারদের ফটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। রোহিত শর্মা, ঋষভ পন্থ, মহম্মদ শামিদের ভারতীয় দলের নতুন জার্সি গায়ে দেখা যায়। এই ফটোশ্যুটে এক বিষয়ে সকলেরই নজরে পড়েছে। টিম ইন্ডিয়ার ফটোশ্যুটের লক্ষ্যণীয় বিষয় হল তাতে আয়োজক দেশ পাকিস্তানের নাম রয়েছে।
These pics from today 📸
— BCCI (@BCCI) February 17, 2025
How good 🤌🏻#TeamIndia | #ChampionsTrophy pic.twitter.com/yM50ArMIj5
হাইব্রিড মডেলে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার ম্যাচগুলি দুবাইয়ে আয়োজিত হলেও টুর্নামেন্টের আয়োজক কিন্তু পাকিস্তানই। সেই অনুযায়ী আয়োজকের জায়গায় জার্সিতে পাকিস্তানের নাম থাকারই কথা। তবে দুই পড়শি দেশের পারস্পরিক শীতল সম্পর্কের জেরে শোনা যাচ্ছিল ভারতীয় দল নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম রাখতে আগ্রহী ছিল না। কিন্তু সেইসব রিপোর্ট যে সম্পূর্ণ ভুয়ো ছিল, তা টিম ইন্ডিয়ার ফটোশ্যুটেই কিন্তু প্রমাণ হয়ে গেল।
তবে পড়শি দেশের ক্ষেত্রে কিন্তু এমনটা দেখা গেল না। পাকিস্তানের করাচি স্টেডিয়ামে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি সাত দেশের পতাকা থাকলেও, স্টেডিয়ামে একটি দেশের পতাকাই অনুপস্থিত ছিল। করাচি স্টেডিয়ামে ভারতীয় দলের তেরঙ্গার দেখা মিলল না। করাচি আন্তর্জাতিক স্টেডিয়ামে কেন অনুপস্থিত ভারতের পতাকা? সাফ কোনও কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে, এর পিছনেও রয়েছে কূটনীতি।
No Indian flag in Karachi: As only the Indian team faced security issues in Pakistan and refused to play Champions Trophy matches in Pakistan, the PCB removed the Indian flag from the Karachi stadium while keeping the flags of the other guest playing nations. pic.twitter.com/rjM9LcWQXs
— Arsalan (@Arslan1245) February 16, 2025
গোটা ঘটনায় টুর্নামেন্টের মানই ক্ষুণ্ণ হয়েছে বলে মত সকলের। ভারতকে খাট দেখাতে গিয়ে খেলাটারই অসম্মান করেছে পাক ক্রিকেট বোর্ড, মনে করছেন নেটিজেনরা। টিম ইন্ডিয়া এর জবাব ২৩ ফেব্রুয়ারি মাঠে দিতে পারে কি না, সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: পিছু হটল BCCI! চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্ত্রীদের সঙ্গে রোহিত, কোহলিদের থাকার অনুমতি দিল বোর্ড?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
