Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখ থুবড়ে পড়েছে দল, দায় নিয়ে ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়ছেন জস বাটলার
England Cricket Team: ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানের অবসেরর পর ২০২২ সালের জুনে অধিনায়কত্বের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বাটলার।

নয়াদিল্লি: সাম্প্রতিক সময়টা ইংল্যান্ড দলের জন্য খুব একটা ভাল কাটছে না। দিনকয়েক আগেই ভারতীয় দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় হেরেছিল ইংল্যান্ড। ওয়ান ডেতে হোয়াইটওয়াশ হতে হয়েছিল ইংরেজদের। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (Champions Trophy 2025) প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছে তারা। এই পরপর ব্যর্থতার দায় নিয়ে অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন জস বাটলার (Jos Buttler)।
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি সরকারিভাবে নিজের অধিনায়কত্ব পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে দেন জস বাটলার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শনিবার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড। এই ম্যাচই অধিনায়ক হিসাবে তাঁর শেষ ম্যাচ হতে চলেছে বলে জানিয়ে দিয়েছেন বাটলার। ইংল্যান্ড দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে হেরেছে। আফগানদের বিরুদ্ধে দলের হতাশাজনক পরাজয়ের পর ইংল্যান্ড প্রাক্তন মাইকেল অ্যাথারটনের তীব্র সমালোচনার মুখে পড়েন বাটলার। তারপরে এই সিদ্ধান্ত নিলেন তিনি।
বাটলার এই সিদ্ধান্ত জানিয়ে বলেন, 'আমি ইংল্যান্ড অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার জন্য এবং অবশ্যই দলের জন্য সঠিক সিদ্ধান্ত বলেই আমার মনে হয়। আশা করছি এরপর যে আসবে, সে ব্যাজ় (ব্র্যান্ডন ম্যাকালাম)-র সঙ্গে মিলে দলকে কাঙ্খিত সাফল্য় এনে দিতে পারবে।'
Jos Buttler has announced he will step down as England Men's white ball captain.
— England Cricket (@englandcricket) February 28, 2025
More details 👇
ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যানের অবসেরর পর ২০২২ সালের জুনে অধিনায়কত্বের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বাটলার। তাঁর নেতৃত্বে ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হয়। তবে তারপর থেকেই নাগাড়ে তিন আইসিসি ইভেন্টে ইংল্যান্ডের ব্যর্থতা বাটলারকে সমালোচনার মুখে ফেলে দেয়। এবার সেই কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন জস।
আফগানিস্তানের বিরুদ্ধে পরাজয় বাটলারের বিদায়ের অন্যতম কারণ। এই আফগানিস্তানের সাফল্যের জন্য কিন্তু অনেকেই কৃতিত্ব দিচ্ছেন ইউনুস খানকে। আফগানিস্তান চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের পারফরম্যান্সে নজর কেড়েছে। অনেকেই মনে করছেন ইউনিস খান অভিজ্ঞ এবং ঘরোয়া পরিবেশ সম্পর্কে অবগত হওয়ায় তিনি আফগানিস্তানের সাফল্যে বড় ভূমিকা পালন করেছে। ইংল্যান্ডকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে আফগানরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও লড়াই চালাচ্ছে। অথচ ইউনুসেরই দেশ পাকিস্তান কিন্তু এক ম্যাচও না জিতে টুর্নামেন্ট থেকে ছিটকেই গিয়েছে। পাকিস্তানের আরেক প্রাক্তনী রশিদ লতিফের দাবি ইউনুস নাকি পাকিস্তানের প্রস্তাব নাকচ করে আফগানদের মেন্টর হওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন। এই সিদ্ধান্ত যে সাফল্য এনে দিয়েছে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: কিউয়িদের বিরুদ্ধে বিরাট মাইলফলকের দোরগোড়ায় কোহলি, 'কিং'-র প্রশংসায় সতীর্থ থেকে প্রতিপক্ষ




















