India vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে রোহিতদের কালো আর্মব্যান্ড পরার কারণ কী?
Champions Trophy 2025: চ্যম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করতে হচ্ছে ভারতীয় দলকে।

দুবাই: মুম্বই রঞ্জি দলের কিংবদন্তি তিনি। ঘরোয়া ক্রিকেটে রয়েছে গুচ্ছ গুচ্ছ সাফল্য। তিনি মুম্বইয়ের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারিও বটে। সেই পদ্মকর শিভালকরই (Padmakar Shivalkar) সোমবার, ৩ মার্চ নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভারতীয় দলের হয়ে কোনওদিন সরকারিভাবে খেলার সুযোগ হয়নি। তবে তাঁর মৃত্যুতে তাঁকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল বিসিসিআই। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) ম্যাচে রোহিত শর্মাসহ গোটা ভারতীয় দলই কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন।
In honour of the late Shri Padmakar Shivalkar, Team India is wearing black armbands today.
— BCCI (@BCCI) March 4, 2025
বিসিসিআইয়ের তরফে ম্যাচ শুরুর আগে টিম ইন্ডিয়ার কালো আর্মব্যান্ড পরে মাঠে নামার কারণ ব্যাখা করে দেওয়া হয়। রোহিতরা যে পদ্মকরে উদ্দেশ্যেই এই আর্মব্যান্ড পরেছেন, তা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিবৃতিতে বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'প্রয়াত পদ্মকর শিভালকরকে সম্মান জানাতে টিম ইন্ডিয়া আজ কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে।'
শিভালকর অত্যন্ত প্রতিভাবান হয়েও কোনওদিন জাতীয় দলে সুযোগ না পাওয়া হতভাগ্য ক্রিকেটারদের অন্যতম। তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর পরিসংখ্যান ঈর্ষণীয়। ১৯৬২ সালে সিসিআই প্রেসিডেন্ট একাদশের হয়ে নিজের প্রথম শ্রেণির ক্রিকেট অভিষেক ঘটিয়েছিলেন এই বাঁ-হাতি স্পিনার। মুম্বইকে ঘরোয়া ক্রিকেটের সফলতম দল করে তোলার পিছনে তাঁর বিরাট অবদান রয়েছে।
দুই দশকের লম্বা কেরিয়ারে মুম্বইয়ের হয়ে দশবার রঞ্জি ট্রফি জিতেছেন তিনি। রঞ্জিতে তাঁর ঝুলিতে রয়েছে ৩৬১টি উইকেট। আর প্রথম শ্রেণির ক্রিকেটে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ৫৮৯। গড় ১৯.৬৯। মুম্বইয়ের হয়ে এটাই সর্বকালীন রেকর্ড। ৪৩ বার এক ইনিংসে পাঁচ উইকেট ও ১৩ বার এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর। ৫০ বছর বয়সে শিভালকর অবসর ঘোষণা করেন। সেই কিংবদন্তিই না ফেরার দেশে চলে গেলেন। অজ়িদের বিরুদ্ধে এই ম্যাচ জয় কিন্তু নিঃসন্দেহেই শাভালকরকে সেরা শ্রদ্ধার্ঘ্য হবে।
সেই উদ্দেশ্যে মাঠে নামা টিম ইন্ডিয়া কিন্তু নিউজ়িল্যান্ড ম্যাচ থেকে একাদশে কোনও বদল ঘটায়নি। অর্থাৎ চার স্পিনার এবং মাত্র এক বিশেষজ্ঞ ফাস্ট বোলারকে নিয়েই মাঠে নেমেছে ভারত। বরুণ, রবীন্দ্র জাডেজারা নিজেদের ঘূর্ণিতে ভারতকে জয় এনে দিতে পারেন কি না, এবার সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, ম্যাচ চলাকালীন আবহাওয়া কেমন থাকবে?




















