Mohammed Shami: জাহিরের কীর্তি ভেঙে দিলেন, মাইলফলক তৈরি করলেন বাংলার পেসারের
Champions Trophy: বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে ৬০ উইকেট হয়ে গেল শামির। তিনি জাহির খানের ৫৯ উইকেটের নজির ভেঙে দিলেন।

দুবাই: বৃহস্পতিবার দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অভিযান। আর দুবাইয়ে প্রথম ম্যাচেই তৈরি হল একাধিক রেকর্ড। এক ঝলকে দেখে নেওয়া যাক
- ৫৩ রানে ৫ উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে সেরা মহম্মদ শামি। বিশ্বরেকর্ড গড়লেন বাংলার ডানহাতি পেসার।
- ৫১২৬ বলে ওয়ান ডে ক্রিকেটে ২০০ উইকেট নিলেন শামি। ৫২৪০ বলে দুশো উইকেট ছিল মিচেল স্টার্কের। সেই রেকর্ড কেড়ে নিলেন শামি।
- তবে সবচেয়ে কম ম্যাচ খেলে ২০০ উইকেট রয়েছে স্টার্কেরই। ১০২ ম্যাচে। ম্যাচের সংখ্যায় যৌথভাবে দুইয়ে শামি। তিনি ও সাকলিন মুস্তাক ১০৪টি করে ওয়ান ডে খেলে ২০০ উইকেট নিয়েছেন।
- ম্যাচে ২ বার জীবন পেয়ে ৬৮ রান করলেন জাকের আলি। বাংলাদেশ ইনিংসের ভাঙন রুখে দেন তিনিই।
- জাকেরের ক্যাচ নিয়ে নজির গড়লেন বিরাট কোহলি। তিনি স্পর্শ করলেন মহম্মদ আজহারউদ্দিনকে।
- ওয়ান ডে ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার নজির এতদিন ছিল আজহারের। ১৫৬টি ক্যাচ ধরেছিলেন তিনি।
- সেই রেকর্ডে ভাগ বসালেন কোহলি। ওয়ান ডে ক্রিকেটে তাঁরও ১৫৬টি ক্যাচ হয়ে গেল।
- বৃহস্পতিবার জাহির খান, সচিন তেন্ডুলকরদের রেকর্ড ভেঙে দিলেন শামি। তাঁর ৫-৫৩ চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সেরা। শীর্ষে রবীন্দ্র জাডেজার ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওভালে ৫-৩৬ বোলিং।
- বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে ৬০ উইকেট হয়ে গেল শামির। তিনি জাহির খানের ৫৯ উইকেটের নজির ভেঙে দিলেন।
এদিন ভারতের একাদশ নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়। ভারতের একাদশে রাখা হয়নি অর্শদীপ সিংহকে। সেই অর্শদীপ, যিনি ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারি । বোলার হিসাবে যিনি অবিশ্বাস্য উন্নতি করেছেন । শুধু নতুন বলে নয়, পুরনো বলে ডেথ ওভারেই ভীষণই কার্যকরী ভূমিকা নেন । যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে অনেকেই মনে করছিলেন যে, অর্শদীপই হতে পারেন প্রথম একাদশে ভারতের বাজি । মহম্মদ শামির সঙ্গে তাঁকেই হয়তো দেখা যাবে জোরে বোলিং বিভাগ সামলাতে ।
কিন্তু বৃহস্পতিবার টসের পরই সকলে চমকে ওঠেন অধিনায়ক রোহিত শর্মার কথায় । রোহিত জানিয়ে দেন, অর্শদীপ খেলছেন না । মহম্মদ শামির সঙ্গে দ্বিতীয় পেসার হিসাবে খেলছেন হর্ষিত রানা ।
আরও পড়ুন: ৩২১ তাড়া করতে নেমে ৫২ ডট বল! ভারতের বিরুদ্ধে মহারণের আগে বাবর আজমকে নিয়ে ঝড়
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
