Pakistan Cricket Team: পাকিস্তানের ম্যাচে স্কোরকার্ডে বর্ণবিদ্বেষমূলক শব্দ, নিঃশর্ত ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া
AUS vs PAK: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরুর আগে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে বর্তমানে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে পাকিস্তান দল।
ক্যানবেরা: বছর শেষেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (AUS vs PAK) টেস্ট সিরিজ় খেলতে নামছে পাকিস্তান দল (Pakistan Cricket Team)। সেই সিরিজ়ের আগে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছেও গিয়েছেন বাবর আজমরা। বর্তমানে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত পাকিস্তান দল। সেই ম্যাচের স্কোরকার্ড নিয়েই যত কাণ্ড।
পাকিস্তানের ব্যাটিংয়ের সময় সাধারণত স্কোরকার্ডে শর্টফর্মে টিকারে 'PAK' লেখা থাকে। তবে তাঁর বদলে অন্য এক বর্ণবিদ্বেষমূলক শব্দ ম্যাচের স্কোরকার্ডে দেখা যায়। দক্ষিণ এশিয়ান বাসিন্দাদের বিরুদ্ধে ব্যবহৃত এই বিদ্বেষমূলক শব্দ স্কোরকার্ডে ব্যবহৃত হওয়ায় প্রবল সমালোচনার ঝড় ওঠে। এই ভুলের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) তরফে নিঃশর্ত ক্ষমা চাওয়া হল। পাকিস্তানের ম্যাচে এর আগে এই ডেটা ফিড ব্যবহৃত হয়নি এবং আপনা আপনি তাই সেটি পাকিস্তান বানানের ক্ষুদ্র সংস্করণ টেনে নেওয়ায় এই অনিচ্ছাকৃত ভুল হয়েছে বলে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো। বিষয়টা বোঝা গেলে সঙ্গে সঙ্গে সেটি ঠিকও করে নেওয়া হয়েছে বলে জানায় অস্ট্রেলিয়ান বোর্ড।
A clarifier on this from CA: “The graphic was an automatic feed from a data provider which had not been used previously for a Pakistan game. This was obviously regrettable, and the error we corrected manually as soon as it came to light.” https://t.co/7FttR2iZTR
— Daany Saeed (@daanysaeed) December 6, 2023
এই সফর থেকেই পাকিস্তানের টেস্ট দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে শান মাসুদকে। তিনি অধিনায়কত্বের শুরুটা দুর্দান্তভাবেই করেন। অধিনায়ক হিসাবে মাঠে নেমেই অপরাজিত দ্বিশতরান হাঁকালেন পাক ব্যাটার। তিনি বাদে আর কোনও পাকিস্তান ব্যাটার অর্ধশতরানের গণ্ডিও পার করতে পারেননি। কেবল বাবর আজমই ৪০ রান করেন। পাকিস্তান দল নয় উইকেটের বিনিময়ে ৩৯১ রান তুলে ইনিংস ঘোষণা। জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রধানমন্ত্রী একাদশ দুই উইকেটের বিনিময়ে ১৪৯ রান তুলে দিন শেষ করে।
Abrar Ahmed and Khurram Shahzad pick up a wicket each as Prime Minister's XI trail by 242 runs at the end of Day Two 🏏#PMXIvPAK | #AUSvPAK https://t.co/UegWFdPC8q pic.twitter.com/Gk8GdLdx3i
— Pakistan Cricket (@TheRealPCB) December 7, 2023
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: ২২ গজের পর কলকাতা পুলিশের 'জালে' মুশফিকুর, কড়া সতর্কবার্তা লালবাজারের