Tushar Deshpande Engagement: 'স্কুল ক্রাশ'-এর সঙ্গে বাগদান সারলেন আইপিএল চ্যাম্পিয়ন
Tushar Deshpande: সোমবারই মুম্বইয়ে বাগদান সারলেন সিএসকের তারকা ক্রিকেটার তুষার দেশপাণ্ডে।
মুম্বই: দিন কয়েক আগেই আইপিএলের ষোড়শ সংস্করণ শেষ হয়েছে। আইপিএল শেষের পরপরই চেন্নাই সুপার কিংসের তারকা ওপেনার রুতুরাজ গায়কোয়াড় সাতপাকে বাধা পড়েছেন। এবার আরেক সিএসকে তারকা তুষার দেশপাণ্ডেও (Tushar Deshpande) বাগদান সারলেন। নিজের 'স্কুল ক্রাশ' নভা গদ্দামওয়ারের (Nabha Gaddamwar) সঙ্গে বাগদান সারলেন তিনি। সোমবারই মুম্বইয়ে বাগদান উপলক্ষ্যে এক জমাটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
বাগদান সারলেন তুষার
নিজের বাগদান পর্বের ছবি তুষার নিজেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। সেখানে আবেগঘন এক ক্যাপশনে তুষার লেখেন, '১২.০৬.২০২৩, ও আমার স্কুল ক্রাশ থেকে আমার বাগদত্তায় উত্তীর্ন হল।' তুষারের শেয়ার করা পোস্টে রুতুরাজও তাঁকে শুভেচ্ছা জানান। রুতু লেখেন, 'অভিনন্দন ভাই তুষার। এই ক্লাবে তোমাকে স্বাগত।'
View this post on Instagram
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত আইপিএলে চেন্নাই সুপার কিংসের খেতাব জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন তুষার। তিনি ১৬টি আইপিএল ম্যাচ খেলে ২১টি উইকেট নেন, যা এ মরশুমে সিএসকের হয়ে সর্বাধিক। অবশ্য আইপিএলে এ মরশুমের সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় ষষ্ঠ স্থানে ছিলেন। ২৮ বছর বয়সি তুষার অনেক রান খরচ করলেও, গুরুত্বপূর্ণ সময়ে কিন্তু তুষার সিএসকে বারংবার সাফল্য এনে দিয়েছিলেন। তুষার এখনও পর্যন্ত ২৯টি প্রথম শ্রেণির ম্য়াচ, ৩৪টি লিস্ট এ ম্য়াচ ও ৫৯টি বিশ ওভারের ম্যাচ খেলেছেন। তিনি এই তিন ধরনের ক্রিকেটে যথাক্রমে ৮০, ৩৫ ও ৮৩টি উইকেট নিয়েছেন।
রুতুর বিয়ে
আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সিতে। এবার মাঠের বাইরে নতুন ইনিংস শুরু রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad)। সাত পাকে বাঁধা পড়লেন সিএসকের এই তরুণ ব্যাটার। পাত্রীও ক্রিকেটার। ২ জনেই রাজ্য দল মহারাষ্ট্রের হয়ে খেলেন। পাত্রীর নাম উৎকর্ষা পাওয়ার। সিএসকে খেতাব জয়ের পর মাঠে উৎকর্ষার সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছিল রুতুরাজকে। তখনই জল্পনা শুরু হয়ে যায় যে তবে কি খুব তাড়াতাড়িই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রুতুরাজ? অবশেষে সেটাই সত্যি হল। শনিবার মহাবালেশ্বরে সাতপাকে বাঁধা পড়েন দুজনে। মহারাষ্ট্রের চিরাচরিত প্রথা মেনে বিয়ে করেছেন ঋতুরাজ ও উৎকর্ষা। বিয়ের সময় সবুজ রঙের শাড়ি পরেছিলেন উৎকর্ষা। হালকা ক্রিম রঙের কুর্তা পরেছিলেন ঋতুরাজ। তাঁর পাগড়ি ছিল সবুজ রঙের।
আরও পড়ুন: চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে সারাবছরই প্রয়োজন যত্ন, কীভাবে পরিচর্যা করবেন?