Rohit Sharma: প্রত্যেকে নিজের দায়িত্ব সামলেছে, তাই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি আমরা: রোহিত
Border Gavaskar Trophy: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া ২ দলই। ম্যাচের শেষে দলের সতীর্থদের প্রশংসায় ভরিয়ে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
আমদাবাদ: বর্ডার-গাওস্কর ট্রফি আগেই ঝুলিতে পুরে নিয়েছিল ভারত। আমদাবাদ টেস্ট ড্র হওয়ায় সিরিজে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল রোহিত বাহিনী। আমদাবাদ টেস্ট ড্র হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া ২ দলই। ম্যাচের শেষে দলের সতীর্থদের প্রশংসায় ভরিয়ে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
কী বললেন হিটম্যান?
ম্যাচের পর রোহিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বলেন, ''সিরিজের প্রথম দিন থেকেই দুর্দান্ত ক্রিকেটের সাক্ষী থেকেছি আমরা। সিরিজটা দারুণ কাটল। ২ দলের অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁরা এবারই প্রথম এই সিরিজে খেলতে নামল। আমরা এই সিরিজের গুরুত্ব জানতাম। প্রতিপক্ষকেও সমীহ করেছিলাম আমরা। ছেলেদের জন্য আমি গর্বিত। দিল্লি ও ইন্দোরে দু রকম ভিন্ন পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। ছেলেরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে, তার জন্য কঠিন পরিস্থিতিতে পরতে হয়নি আমাদের।''
ভারত অধিনায়ক আরও বলেন, ''টেস্ট ক্রিকেট কখনওই সহজ নয়। আমি ফলাফলে খুশি। আমি নিজের জন্য একটা বেঞ্চমার্ক সেট করেছিলাম। নিজের মাইলস্টোন নিয়ে ভাবিনা। সিরিজে যে ফল আমরা করতে চেয়েছিলাম। সেটিই হয়েছে।''
কোনও নাটক হল না। কোনও রুদ্ধশ্বাস চিত্রনাট্যও রচিত হল না আমদাবাদে। বরং ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) চতুর্থ টেস্ট ম্যাচ শেষ হল অমীমাংসিতভাবে। প্রথম দুই টেস্ট জেতার সুবাদে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলে টিম ইন্ডিয়া। বর্ডার-গাওস্কর ট্রফি (Border Gavaskar Trophy) উঠল রোহিত শর্মার (Rohit Sharma) হাতে।
ফাইনালে ভারত
কয়েকদিন আগে ইংল্যান্ডকে ১ রানে হারিয়ে টেস্ট জিতেছিলেন কেন উইলিয়ামসনরা। সোমবার শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারাল নিউজিল্যান্ড। প্রায় টি-টোয়েন্টি ক্রিকেটের ঢঙে খেলে। শেষ ওভারে ম্যাচ জেতার জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ৮ রানের। বোলার ছিলেন অসিথা ফার্নান্ডো। তাঁর ওভারের শেষ বলে এক রান বাই হিসাবে দৌড়ে নেন উইলিয়ামসন। সেই সঙ্গেই ২ উইকেটে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। আর শ্রীলঙ্কা ম্যাচ হারতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের খেলা নিশ্চিত হয়ে গেল।